ক্রিকেট খেললেন বিধায়ক শংকর ঘোষ, জানালেন এক্ষেত্রে সবাইকে উৎসাহিত করা একান্তই দরকার
শিলিগুড়ি : শিলিগুড়িতে একটি ডে নাইট ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনে এসে নিজেই ব্যাট হাতে নেমে পড়লেন বিধায়ক শংকর ঘোষ। এদিন তিনি জানান আমি ছোটবেলা থেকেই ক্রিকেট খেলতে প্রচন্ড পছন্দ করি। যেকোনো জায়গায় ক্রিকেট খেলা হলো আমি নিজেই ধৈর্য রাখতে পারিনা। আজকের দিনে আয়োজকরা যখন এসে আমাকে উদ্বোধনের জন্য আমন্ত্রণ করল তখন আমি নিজেকে একেবারেই ধরে রাখতে পারিনি।

এদিন বেশ ভালোই ক্রিকেট খেললেন তিনি। যেসব শর্ট মারলেন তা সত্যি সত্যি মনে রাখার মত। একেবারে অসাধারণ ভঙ্গিমার মধ্য দিয়ে ফিল্ডিং করলেন একেবারে স্বাভাবিক ভঙ্গিমায়। বিধায়ক এদিন আরো জানান আমার দরকার শিলিগুড়িতে যাতে বড় মাপের প্রতিযোগিতার আয়োজন করা যায়। এ বিষয়ে আমি সবার সাথে আলোচনা করে কথা বলব। এদিকে এই দিন বিধায়ক ক্রিকেট খেলছেন সেটা দেখতে মানুষের প্রচন্ড ভিড় জমে যায়। বিধায়ক এও জানান আমি ছোটবেলা থেকেই ক্রিকেট দেখতে এবং খেলতে ভালোবাসি। তাই স্বাভাবিকভাবে আমি চেষ্টা করব শিলিগুড়িতে যাতে ক্রিকেট খেলার উন্নয়ন করতে পারা যায়। একটু সময় লাগবে, তবে আমি বিষয়টা দেখব বলেও এদিন তিনি জানান।