ক্রিকেট খেলা কে কেন্দ্র করে দুপক্ষের মধ্য ব্যাপক সংঘর্ষ শিলিগুড়ি হকার্স কর্নারে, উত্তেজনা ছড়ালো এলাকায়
শিলিগুড়ি : শিলিগুড়ি হকাস কর্নার থেকে এক যুবককে জোর করে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ২০ নম্বর ওয়ার্ড সহ গোটা এলাকায়। ক্রিকেট খেলা কে কেন্দ্র করে মূলত এদিন এই ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। প্রথমে একজনের সাথে আরেকজন এবং পরে দুইদলের মধ্যে হাতাহাতি এবং পরে মারামারির পর্যায়ে পৌঁছায়।

এদিকে এদিন বন্ধের সময় রাস্তা ফাঁকা থাকায় কেউ সেই সময় সেখানে ছিল না। ফলে সহজে মারামারি চূড়ান্ত পরিস্থিতিতে গিয়ে পৌঁছায়। দুপক্ষের হাতেই ছিল ব্যাট এবং উইকেট , এবং সেটা দিয়েই প্রথমে একে অন্যের সাথে মারামারি শুরু করে। পরে সেটা উত্তেজনাকর অবস্থায় পৌঁছে গেলে এলাকার স্থানীয় বাসিন্দা পুলিশের খবর দেয় ।অবশেষে বিশাল পুলিশ বাহিনী এসেএদিন গোটা ঘটনাটি আয়তে নিয়ে আসে । এদিকে পুলিশের সাথেও ঝামেলা শুরু হয়ে যায় দুপক্ষের মধ্য। পরে পুলিশ একজনকে গ্রেফতার করলে এদিন অবস্থা আরো খারাপের দিকে যায়।