ক্রিকেটার গড়ার মঞ্চে দুর্গাপূজাকে ক্রমশ জনপ্রিয় করছে শিলিগুড়ির অগ্রগামী ক্লাব
শিলিগুড়ি : শিলিগুড়িতে ক্রিকেটার গড়ার মঞ্চে দুর্গাপূজাকে ক্রমশ জনপ্রিয় করে তুলছে শিলিগুড়ির অগ্রগামী ক্লাব। মূলত ঋদ্ধিমান সাহা, কামাল হাসান মন্ডলের তৈরি করা এই অগ্রগামী ক্লাব এবার দুর্গা পূজাতেও বিশেষ চমক আনতে চলেছে। এদিকে ক্লাবের অন্যতম সদস্য পরিতোষ ভৌমিক জানান আমরা শুধু খেলার মাঠে সেরা নই, পুজোতেও আমরা সেরা তা দেখিয়ে দিয়েছি। আমরা যে পূজো করি তা মানুষের মনের আনন্দ বাড়িয়ে তোলার জন্য। বৃষ্টির কারণে অনেকটাই বাধা পড়ছে প্যান্ডেল তৈরির কাজ। তাতেও দমে যাননি ক্লাবের অন্য সদস্যরা, তারা জানান নির্দিষ্ট সময়ের মধ্যেই আমরা আমাদের সব কাজ শেষ করব।
