ক্রেতা সেজে এসে সোনার দোকানে চুরি ,অবশেষে গ্রেফতার হল মা এবং মেয়ে
শিলিগুড়ি : ক্রেতা সেজে এক সোনার দোকানে চুরি করবার অপরাধে পুলিশ গ্রেফতার করলো মা এবং মেয়েকে। দুজনের নাম আরতি বিশ্বাস এবং মধুরিমা বিশ্বাস ( নাম পরিবর্তিত)। দুজনে শিলিগুড়ির একটি সোনার দোকানে ঢুকে একের পর এক বাছাই করা সোনা দেখতে থাকে। দোকান মালিক প্রথমে বুঝতে পারেননি , তারপর একের পর এক সোনা দেখার ফাঁকে ফাঁকে তারা সরিয়ে নেয় হার এবং চুড়ি, পরে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে সবকিছু। উধাও দুজনকে খুঁজতে হন্যে হয়ে পড়ে পুলিশ। অবশেষে এদিন দুজনকে গ্রেফতার করা হয়। দুজনেই জানিয়েছে তারা নির্দোষ, এই চুরির সাথে তাদের কোন সম্পর্কই নেই। এদিন দুজনকে দেখতে উৎসাহী জনতার ভিড় ক্রমশ বাড়তেই থাকে। এদিকে সোনার দোকানের মালিক জানিয়েছেন, ভদ্র বলে তিনি প্রথমে বুঝতে পারেননি। পরে যখন বুঝেছিলেন অনেক দেরি হয়ে গেছে।
