খেলাধুলার পরিকাঠামোর কোনো উন্নয়ন না হলে ভারতে ভালো খেলোয়াড় তৈরি হবে না , এমনটাই জানালেন শিলিগুড়ির বিশিষ্ট ক্রীড়াবিদ বিদ্যুৎ বসাক
শিলিগুড়ি : ভারতে অনেক প্রতিভাবান খেলোয়ার আছে, যারা বিদেশি খেলোয়ারদের সাথে পাল্লা দিতে পারে, কিন্তু পরী কাঠামো নেই, রাজনীতি ঢুকে গেছে সবকিছুর মধ্যেই। রাজনীতি ভালো খেলোয়ার কে উঠায় না, কারণ একজন যদি ভালো খেলোয়াড় উঠে আছে তবে আরেকজন তাকে টেনে নিচে নামিয়ে দেয়। কিভাবে হবে ভালো খেলোয়াড়? আজকে সাইনা নেহওয়াল এবং পিভি সিন্ধু নিজেরা দক্ষতার শীর্ষে পৌঁছেছিলেন কিন্তু দুঃখের ব্যাপার তারা সেটা ধরে রাখতে পারেনি, এতটা সবে মাত্র উদাহরণ , ভারতবর্ষে গত কুড়ি বছরে বহু প্রতিভাবান খেলোয়ার তৈরি হয়েছে, যাদের ঠিক মত প্রশিক্ষণ দিতে পারলে ভারতের নাম উজ্জল করতো, কিন্তু ভারতবর্ষের পরিকাঠামো একেবারেই নেই, যারা একটু ভালো কিছু করতে চান তাদেরই আটকে দেওয়া হয়, এভাবে চললে তাহলে কি ভাবে চলবে ভারতের খেলাধুলো ?
তিনি আরও জানান আজকের শিলিগুড়ির মতো শহরে এবং গোটা বাংলায় কত খেলোয়ার তৈরি হচ্ছে, এবং কত খেলোয়াড় খেলতে ইচ্ছুক যাদের প্রতিভা আছে, কিন্তু পরিকাঠামো নেই, সবার আগে দরকার খাবার, সে খাবার কি পায় খেলোয়ারেরা? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। আজকে ভারতবর্ষের নামও বিশ্বের দরবারে খেলাধুলার মানচিত্রে উজ্জল থেকে উজ্জ্বলতার হত, কিন্তু দুর্ভাগ্য সেটা হয়নি। ভালো পরিকাঠামো এবং সব কিছু যদি নিয়ম মেনে করতে পারা যায় তবেই তৈরি হবে প্রতিভাবান খেলোয়াড়, যারা ভবিষ্যতে ভারতের নাম উজ্জ্বল করবে এমনটাই বললেন বিদ্যুৎ বসাক, তিনি এও জানান আমি খেলাধুলার সাথে যুক্ত বহুদিন ধরে, আমার থেকে ভালো কেউ আর জানবে না এই বিষয়ে, আমার খুব দুঃখ লাগে ঠিকমতো সুযোগ না পেয়ে কত প্রতিভাবান খেলোয়ার অচিরেই চলে যাচ্ছে অন্ধকারে, জীবিকার প্রয়োজনে যাদের কাজ খুঁজতে হচ্ছে, ওই দেখে আমরা অসহায়ের মতো চেয়ে থাকি। তাই আবারও বলছি প্রতিভা থাকলেই হবে না, সঠিকভাবে পরিকাঠামো তৈরি করতে হবে, যাতে সে এগিয়ে যেতে পারে। তবেই ভারতবর্ষে খেলোয়াড় তৈরি হবে বলে জানান বিদ্যুৎ বসাক।