গনেশ পুজোতে দুস্থদের শাড়ি বিতরণ করলেন শিলিগুড়ির বিতর্কিত কাউন্সিলর দিলীপ বর্মন

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : শিলিগুড়ির ৪২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর দিলীপ বর্মন শাড়ি বিতরণ করলেন গনেশ পুজো উপলক্ষে। উল্লেখযোগ্য ভাবে একের পর এক বিতর্ক তাড়া করে বেড়াচ্ছে কাউন্সিলরকে। এমনকি মেয়র, ডেপুটি মেয়র এবং প্রাক্তন জেলা সভাপতি কাউকেই ছাড়ছেন না তিনি । এছাড়াও উত্তর দিতে একটুও দেরী করছেন না। আবার শিলিগুড়ির ৪২নং ওয়ার্ড এ দুস্থ দের শাড়িও বিতরণ করলেন কাউন্সিলর দিলীপ বর্মন।

এদিন তিনি জানান আমি সবসময় চেষ্টা করি মানুষের পাশে থাকার। পুজোতে সবারই একটা করে আবদার থাকে। আর আমি সবসময় চেষ্টা করে থাকি গরিবদের মুখে যাতে সব সময় হাসি দেখতে পাওয়া যায়। দিলীপ বর্মন বারবার বিতর্ক এনে দিয়েছেন। তিনি জানিয়েছেন আমি যেরকম হই না কেন, গরিবদের পাশে সবসময় থাকতে চেষ্টা করি। আগামী দিনেও আমি থাকবো অসহায় দুস্থদের পাশে। তবে এদিন কিন্তু দিলীপ বর্মন প্রমাণ করে দিলেন তিনি সবদিকেই আছেন। যতই তার আশেপাশে বিতর্ক থাকুক তিনি যে সবার চাইতে আলাদা তিনি এদিন তা ফের প্রমাণ করে দিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *