গভীর রাতে শিলিগুড়ির দার্জিলিং মোড়ের ফার্নিচারের দোকানে ভয়াবহ আগুন, ক্ষতি হল কয়েক লক্ষ টাকার জিনিসের
শিলিগুড়ি : গভীর রাতে এক ভয়াবহ আগুন লাগলো শিলিগুড়ির দার্জিলিং মোড়ের ফার্নিচার এর দোকানে, আর যার জেরে ক্ষতি কয়েক লক্ষ টাকার জিনিসের। কিভাবে এদিন এত রাতে দোকানে আগুন লাগলো তা জানা না গেলেও তবে অনুমান খুব সম্ভব শর্ট হয়ে এই আগুন লাগে । এদিকে ছুটির দিন থাকায় বন্ধ ছিল দোকানও । তবে কিভাবে এদিন আগুন লাগলো আর দোকানের চারিদিকে ছড়িয়ে গেল সেটা নিয়ে প্রশ্ন তোলেন সাধারন মানুষও ।

এদিকে এদিন আগুন এতটাই ভয়াবহ ভাবে লেগেছিল যে আশেপাশের থেকে মানুষজন ছুটে আসেন ঘটনাস্থলে। আগুনের তাপ চারিদিকে ছড়িয়ে যায়। জানা গেছে ওই ফার্নিচারের দোকানে কয়েক দোকানে কয়েক কোটি টাকার জিনিস ছিল, সেই জিনিস গুলিও এদিন পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায়। আশেপাশের দোকান ক্ষতি গ্রস্থ না হলেও আগুনে লেগে কালো হয়ে যায় অনেক কিছু। রাত্রিবেলায় আগুন লাগায় দোকানের মালিক কে খবর দিতে দেরি হয়ে যায়।
আরো জানা গেছে ওই ফার্নিচার দোকানটির উত্তরবঙ্গ জুড়ে বিভিন্ন দোকানে আসবা পত্র যোগান দেবার ব্যবসা ছিল। দোকানের মালিক পরে ছুটে আসেন।পরে দমকলের ৫ টি গাড়ি এসে আগুনকে সম্পূর্ণ আয়ত্তে নিয়ে আসে। দমকলের ইঞ্জিন কেও এদিন আগুনকে নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। স্থানীয় মানুষরা জানান প্রথমে তারা বালতি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন, তখন আগুনের বেগ এতটাই ছিল যে আগুন নিয়ন্ত্রণে আনা তো দূরের কথা , আগুন ছড়িয়ে যাচ্ছিল। দমকলের ইঞ্জিন আসতে প্রায় দেড় ঘন্টা দেরি হয়। ততক্ষণে আগুন অনেকটাই ছড়িয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদেরও বেগ পেতে হয়। পরে প্রায় তিন ঘন্টার চেষ্টায় তারা আগুনকে আয়ত্তে আনে।

