গরমে কাহিল সাধারণ মানুষ, রোগীরা ভর্তি হচ্ছে হাসপাতালে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : প্রচন্ড গরমে কাহিনী পড়ছেন মানুষ, বিশেষ করে পেটের রোগ এবং জ্বর নিয়ে হাসপাতালে রোজ কুড়ি থেকে ত্রিশ জন ভর্তি হচ্ছেন। শিলিগুড়ি হাসপাতালে গত তিনদিনে ভর্তি হয়েছেন ১৩০ জন। এদের মধ্যে অধিকাংশ পেট খারাপ এবং জ্বর নিয়ে ভর্তি হয়েছেন। শিলিগুড়ি জেলা হাসপাতালে গরমের জন্য তৈরি হয়েছে বিদ্যুৎ সংকট। গত দু’দিনে শিলিগুড়ি হাসপাতালে জ্বর এবং পেট খারাপ ছাড়াও ঠান্ডা লেগে ভর্তি হয়েছেন কয়েকজন রোগী।

শিলিগুড়ি জেলা হাসপাতালে দেখা গেছে বিদ্যুৎ সংকট। প্রচন্ড গরমে বিদ্যুৎ সরবরাহ কয় ঘন্টার জন্য বন্ধ থাকায় সমস্যায় পড়ে গেছেন রোগীরা। রোগীর আত্মীয়- পরিজনদের ক্ষোভ এই গরমে হাসপাতালে বিদ্যুৎ সংকট তৈরি হওয়ায় ভর্তি হওয়া রোগীরাই অসুস্থ হয়ে পড়বেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে খবরে জানা গেছে এটা একদিনই হয়েছে আমরা যথা উপযুক্ত ব্যবস্থা নিচ্ছি ভর্তি হওয়ার রোগীরা ঠিকভাবেই পরিষেবা পাবেন। জ্বর এবং পেট খারাপ নিয়ে ভর্তি হতে এসে ঠিকমত পরিষেবা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন রোগী এবং রোগীর আত্মীয়-স্বজনের তারা জানিয়েছেন ঠিকমতো না দেখেই তাদের ছেড়ে দিচ্ছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন জেলা হাসপাতাল ঠিকভাবেই চিকিৎসা করাচ্ছে। শুধুমাত্র একটু সময় লাগবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *