গ্রামীণ হাসপাতালে রাশি রাশি জাল সংসাপত্র তৈরির অভিযোগ , পুলিশ ও সেনার গোয়েন্দা বিভাগের যৌথ অভিযানে গ্রেপ্তার হল এক অভিযুক্ত
নিজস্ব সংবাদদাতা : খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে ভুয়ো জন্মশংসাপত্র তৈরির ঘটনার মামলায় পুলিশ ও সেনার গোয়েন্দা বিভাগের যৌথ অভিযানে বাগডোগরার পুটিমারি এলাকা থেকে আরও একজনকে গ্রেপ্তার করলো পুলিশ। ধৃতের নাম লালন কুমার ওঝা। জানা গেছে ওই ব্যক্তি তার নিজের বাড়িতে রাশি রাশি জাল শংসাপত্র রেখে দিয়েছিলেন। এদিকে তার বাড়িতে তার পরিবারের লোকেরা জানান তারা এ বিষয়ে কিছুই জানতো না। লালন কুমার ওঝা এর আগে বিহারে থাকতেন। এমনকি জাল কারবার করে তিনি প্রচুর অর্থ উপার্জন করেছিলেন বলে খবরে পাওয়া গেছে। এদিকে এদিন তার বাড়িতে পুলিশ তল্লাশি করতে গিয়ে অবাক হয়ে যায়। জানা যায় সব ধরনের জাল শংসাপত্র তৈরি করত সে, এবং সে মোটা টাকা নিত এর বিনিময়ে। তবে এবার সে আর জাল থেকে বেরোতে পারেনি অবশেষে ধরা পড়ে গেল পুলিশের হাতেই।


