ঘুরছে ফ্যান, বিক্রি হচ্ছে আইসক্রিম, যেন একেবারেই আলাদা রকমের শৈল শহরের চেহারা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : তাপমাত্রা ঘোরাফেরা করছে ২৮ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রি, বিক্রি হচ্ছে আইসক্রিম একেবারেই অচেনা এবং অজানা শৈল শহর যেন এই দার্জিলিং। ঘুরছে পাখা, সমস্যা এখানে যে এখানে খান এবং ভেন্টিলেটর না থাকায় গরম প্রচন্ড বেড়েছে। হইল শহরে, সবচাইতে বড় সমস্যায় পড়ে গেছেন পর্যটক, ঠান্ডা থাকবে বলে যারা জামাকাপড় এনেছিলেন তারা একেবারে হতাশায় ভুগছেন। মাথার উপর সূর্যের তাপ এতটাই বেশি যে ছাতা নিয়ে ঘুরতে হচ্ছে তাদের। গত তিন দিন ধরে দার্জিলিং এর তাপমাত্রা ২৭ থেকে ২৮ ডিগ্রিতে ঘোরাফেরা করছে। সন্ধ্যার পরেও তা কমছে না।

এদিকে অবাক করার মতই এই আবহাওয়া, চমকে দিয়েছো অনেককেই। দার্জিলিং এর তাপমাত্রা এতটা বেড়ে গেছে বুঝতে পেরে অনেকেই হাতপাখা কিনছেন, এবং হালকা জামাকাপড় আনছেন। যা একেবারেই বেমানান দার্জিলিং শহরের সাথে। তাপমাত্রা দেখলে অবাক হয়ে যেতে হয়, পর্যটকেরা জানিয়েছেন, আমাদের কাছে আশা ছিল না এই ধরনের আবহাওয়ার। দার্জিলিংয়ের তাপমাত্রা ৩০ ডিগ্রি হ্যাঁ সত্যিই অবাক করার মতো। এখানে এখনো তাপমাত্রা এতটা বাড়েনি, তবে যা অবস্থা পরিস্থিতি খারাপ হলেও হতে পারে বলেও জানান এক পর্যটক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *