চরমে গাড়ি চালকদের বিরোধ ! বড়দিনের আগে পাহাড়ে তুমুল ভোগান্তির সম্ভাবনা পর্যটকদের
বেস্ট কলকাতা নিউজ : সময়ের সঙ্গে পাহাড় ও সমতলের গাড়ি চালকদের সংঘাত ক্রমশ তীব্র হয়ে উঠছে ! পাহাড়ে সাইট সিইংয়ে নিষিদ্ধ করা হয় এমনকি সমতলের গাড়ি ৷ এবার পাল্টা হিসাবে পাহাড় থেকে আসা কোনও গাড়িকে সমতল থেকে যাত্রী নিয়ে যেতে দেবে না সমতলের চালকরা ৷ গতকাল সোমবার এই বিষয়ে প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়ে জানিয়ে দিয়েছেন তাঁরা ৷ ফলে, পাহাড়-সমতল গাড়ি বিরোধে বড়দিনের আগে পাহাড়ে ভ্রমণে গিয়ে সমস্যায় পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে পর্যটকদেরও৷

সমতলের গাড়ি চালকদের অভিযোগ, পাহাড়ে দাদাগিরি করছেন চালকরা । তাই এবার তারাও কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন । আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসন পদক্ষেপ না-করলে বুধবার থেকে পাহাড়ের কোনও গাড়ি পর্যটক নিয়ে যেতে পারবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন সমতলের গাড়ির চালকরা । এই বিষয়ে পর্যটন ব্যবসায়ী দেবাশিস মৈত্র বলেন, “আর কোনও ছাড় নেই । আমরা পাহাড়ে না-চালাতে পারলে ওঁরাও সমতলে চালাতে পারবে না ।”বেশ কিছুদিন ধরে এই সংঘাত চলছে ৷ সমতলের চালকদের আরও অভিযোগ, পাহাড়ে পর্যটকদের সাইট সিইং করাতে নিয়ে গেলে চরম হেনস্থা করা হচ্ছে তাঁদের ৷ এমনকী, যাত্রীদের সামনে মারধর করারও অভিযোগ উঠেছে পাহাড়ের গাড়ির চালকদের বিরুদ্ধে ৷ সেই সঙ্গে, মাঝপথে পর্যটকদের নামিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ । অথচ, পাহাড়ের গাড়ি সমতলে এসে পর্যটক নিয়ে চলে যাচ্ছে । এবার সেটা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এদিন এই বিষয়ে তাঁরা মহকুমাশাসক, জেলাশাসক, পুলিশ সুপার, জিটিএ প্রধানকে স্মারকলিপি দেন ।
গাড়ির চালক সমীর পাণ্ডে বলেন, “আমরা তো এবার না খেয়ে মরব । ওঁদের জ্বালাতনে গাড়ি চালানো যাচ্ছে না । প্রশাসন সব জেনেও চুপ হয়ে রয়েছে । তাই এবার আমরাও ওঁদের পাল্টা দেব ।” পর্যটন ব্যবসায়ী দেবাশিস মৈত্র বলেন, “প্রশাসন সব জানে তবুও তারা নিশ্চুপ । কোনও পদক্ষেপ নিচ্ছে না । এই যে টাইগার হিল যাচ্ছে না, তা নিয়েও প্রশাসনের কোনও ভ্রুক্ষেপ নেই । পাহাড় সমতল দুটোই বাংলায় ৷ তারপরও তাঁরা সমতলের গাড়ি দেখলেই তেড়ে আসছেন । এবার তাই আমরা তাঁদের আর সমতলে এসে যাত্রী নিয়ে যেতে দেব না । এরপরও যদি তাঁরা আমাদের চালকদের হেনস্থা করেন, তাহলে আমরা আগামীতে ধর্মঘটের পথে হাঁটব ।”
উল্লেখ্য ,পাহাড় থেকে প্রতিদিন প্রায় ৫০০ থেকে ৬০০ টি গাড়ি আসে সমতলে যাত্রী নিতে । কিন্তু, এবার এই কাজ করতে দেবেন না সমতলের চালকরা । তাঁদের কথায়, পাহাড়ে একপ্রকার দাদাগিরি চালাচ্ছেন সেখানকার চালকরা । আর তাঁদের এসব দাদাগিরি মানবেন না সমতলের চালকরা । পাহাড়ের চালকদের কাছে বারে বারে হেনস্থা হতে হয়েছে সমতলের চালকদের । তাই এবার এই কড়া সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে জানান সমতলের চালকরা ৷

