চলে আসুন সান্ততলা বাড়ির হাটে, এখানে পাবেন সব ধরনের প্রয়োজনীয় জিনিস

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

আলিপুরদুয়ার : সান্তালাবাড়ির হাট। বক্সা টাইগার রিজার্ভ এবং আলিপুরদুয়ার জেলার বক্সা পাহাড়ের সবকটা গ্রামের মানুষগুলির দৈনন্দিন সংসারের রসদ সংগ্রের দিন…. সপ্তাহের এই মঙ্গলবারের দিনের অপেক্ষায় থাকে তারা।এই দিন পাহাড়ের মানুষগুলি তাদের বাগানের কুয়াশ, আদা, কলা, গোলমরিচ,কচু,এলাচ, আরো বিভিন্ন জিনিস পিঠে ডোকো করে নিয়ে আসে সান্তলাবাড়ির হাটে। সেখানে শহরের পাইকারীদের কাছে জিনিস গুলি বিক্রি করে সেই টাকা দিয়ে হাট থেকে কিনে তাদের চাহিদার জিনিসগুলি। এই পাহাড়ের লোকদের উপর নির্ভর করেই এই সান্তালাবাড়ি হাটের জৌলুস ও জমজমাট।সকাল ৬টা থেকে ৭ টার মধ্যেই হাটটি বসে যায় এবং ১২ টা ১ টার মধ্যেই উঠে যায় সমস্ত হাটের দোকানগুলি।কারণ পায়েই হেঁটে পাহাড় ডিঙিয়ে পাহাড়ের দুর্গম পথ ধরে দিনের আলোতেই ফিরে যেতে হয় তাদের ঘরে। এই ভাবেই এই বাজারটি চলছে বছর বছর ধরে। জিনিসপত্র একেবারেই সস্তা।

এখানে মানুষ আসেন কেনাকাটা করেন এবং চলে যান। এই হাটে কিনা কি পাওয়া যায় , সবজি খাওয়ার জিনিস সবই। জনপ্রিয় হয়ে গেছে এই হাট । সব ধরনের মানুষ আছেন এখানে , পছন্দ করছেন জিনিসপত্র। সপ্তাহে একদিন বসে এই হাট। তাই জনপ্রিয় এই হাট। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এই হাটের কারণে তাদের আয় বেড়েছে অনেকটাই। মানুষের আসা যাওয়া বেড়ে গেছে। অবাক করার মত ঘটনা অন্যান্য হাটেও এই ধরনের, জিনিস পাওয়া যায় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *