জঙ্গলে জ্বালানি কাঠ সংগ্রহে গিয়ে হাতির মুখোমুখি, মালবাজারে চরম মর্মান্তিক মৃত্যু হল ২ জনের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : জঙ্গলে জ্বালানি কাঠ সংগ্রহে গিয়েছিলেন। কিন্তু, আর বাড়ি ফেরা হল না। ২ জনকে শুঁড়ে তুলে আছাড় মারল হাতি। মৃত্যু হয়েছে ২ জনের। হাতির আক্রমণে জখম হয়েছেন আরও ২ জন। ঘটনাটি জলপাইগুড়ির মালবাজারের। জানা গেছে মালবাজার মহকুমার ক্রান্তি ব্লকের রাজাডাঙা গ্রাম পঞ্চায়েতের ষোলোঘড়িয়া এলাকায় আনন্দপুর চা বাগানের খাল লাইনের বাসিন্দা রাজেন ওরাওঁ জঙ্গলের ভিতরে জ্বালানি কাট সংগ্রহে গিয়েছিলেন। বছর বাহান্নর রাজেন আচমকা হাতির মুখোমুখি পড়ে যান। পালাতে পারেননি। তাঁকে শুঁড়ে তুলে আছাড়া মারে হাতি। ঘটনাস্থলেই রাজেন ওরাওঁয়ের মৃত্যু হয়। তড়িঘড়ি ঘটনাস্থলে ক্রান্তি থানার পুলিশ-সহ বনকর্মীরা আসেন।

এদিন বিকেলে আবার উত্তর বারঘরিয়া আফালচাঁদ এলাকার বাসিন্দা সোফিয়ার রহমান জঙ্গলে জ্বালানি কাঠ সংগ্রহে গিয়ে হাতির মুখোমুখি পড়ে যান। বছর পঞ্চাশের সোফিয়ারকেও আছাড় মারে হাতি। তাঁর মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দা রফিকুল মহম্মদ জানান, জঙ্গলের ভিতরে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে সোফিয়ার রহমানের মৃত্যু হয়। তাঁর সঙ্গে আরও দু’জন মহিলা ছিলেন। হাতির হামলায় দু’জনেই গুরুতর জখম হন। একজনের হাত এবং একজনের পা ভেঙে যায়। তাঁদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *