জলপাইগুড়িতে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক কর্মীরা আর জি কর ঘটনার বিচার চাইতে সামিল হলেন মানব বন্ধনে
জলপাইগুড়ি : জলপাইগুড়িতে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক কর্মীরা আরজিকরের ঘটনা নিয়ে এক প্রতিবাদ মিছিল এবং মানববন্ধনের আয়োজন করলেন। তারা জানালেন আমাদের কাছে বিশেষ করে বাংলার মানুষের কাছে এই ঘটনা চরম নিন্দনীয়। কি কুৎসিত এবং ভয়ংকর ঘটনা ঘটে গেছে ওই ডাক্তারি পড়ুয়া মেয়েটির সাথে সেটা একমাত্র তার পরিবার এবং সে জানে।
আমরা সমবেতভাবে আজ এই ঘটনার কারণে বিস্মিত এবং হতভম্ব। আমরা দাবি করছি পূর্ণাঙ্গ তদন্ত হোক, আরজি করার ঘটনার। দোষী এক বা একাধিক যেই হোক আমাদের দেখার প্রয়োজন নেই। আমরা শুধু চাই অপরাধের বিচার হোক, এবং অপরাধী সাজা পাক। গোটা বাংলা জুড়ে আরজি করের ঘটনা নিয়ে যেভাবে আন্দোলন চলছে, মানুষ দিনরাত্রি এক করে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছেন। তাই বিচার তো করতেই হবে , অপরাধীর সাজা হওয়া দরকার। আজ আমাদের তৈরি মানববন্ধন মানুষের সাথে মানুষের বন্ধন কে তৈরি করতে শেখাবে, বলে জানান এক আন্দোলনকারী।