জলপাইগুড়ি রোড স্টেশন এলাকা থেকে ব্রাউন সুগারসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

জলপাইগুড়ি : জলপাইগুড়ি রোড স্টেশন এলাকা থেকে ব্রাউন সুগারসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। জানা গেছে ধৃত ব্যক্তি মালদহ থেকে ওই মাদক নিয়ে আসছিলেন । এদিন গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পুলিশ তাকে অবশেষে হাতেনাতে পাকড়াও করে। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির বাড়ি জলপাইগুড়ির রানীনগর চেওড়াপাড়া এলাকায়। অভিযুক্তের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়। সে সে কতদিন ধরে ওই ব্যবসার সাথে জড়িত এদিন সেটাও জানতে চেষ্টা করে পুলিশ।এদিকে ওই ব্যক্তিকে ধরবার পরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকা জুড়ে। স্টেশনের মহিলা যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয় । অনেকেই নিরাপত্তার অভাব বোধ করতে থাকেন। অনেকে আবার এও জানান অসামাজিক কার্যকলাপ বেড়ে চলেছে দিনের পর দিন অথচ কর্তৃপক্ষ বলা যায় রেল কর্তৃপক্ষ একেবারেই হতাশ করেছে যাত্রীদের । তাদের পক্ষ থেকে কোন পদক্ষেপই নেওয়া হচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *