“জলসাথীর”-র কর্মী রুখে দিলেন আত্মহত্যার চেষ্টা
বেস্ট কলকাতা নিউজ : “জলসাথীর” এক কর্মী আত্মহত্যার হাত থেকে এক ব্যক্তিকে বাঁচালেন একরকম নিজের জীবন বিপন্ন করেই। বৃহস্পতিবার বিকেল নাগাদ এই ঘটনাটি ঘটে হাওড়ার ১নং জেটিঘাটে। জানা গেছে ‘জলসাথী’র ওই কর্মীর নাম মনোতোষ চৌধুরী। জানা গেছে, মনোতোষ সহ মোট চারজন এদিনও জেটিঘাটে ডিউটি দিচ্ছিলেন প্রতিদিনের মতোই।হাওড়া থেকে আর্মেনিয়াম ঘাটগামী লঞ্চ ছাড়ার মুহুর্তে আচমকাই জেটি থেকে গঙ্গায় ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন এক যাত্রী। তা দেখে ঝাঁপিয়ে পড়েন মনোতোষ নামে এক জলসাথী কর্মী।জেটিতে টেনে আনেন ওই যাত্রীকে। কিন্তু জেটি ও লঞ্চের মাঝখানে পড়ে নিজে আটকে যান।সঙ্গে সঙ্গে তাঁর সহকর্মীরা ছুটে এসে তাঁকে বাঁচান। এই খবর পেয়েই গোলাবাড়ি থানার এস আই প্রতীক সুব্বা ছুটে আসেন ঘটনা স্থলে। তারপর হাওড়া জেলা হাসপাতালে আনা হয় ওই লঞ্চ যাত্রীকে। পুলিশ জানায়, ওই যাত্রী হুগলির উত্তরপাড়ার বাসিন্দা। জানা গেছে ওই ব্যক্তি কর্মরত বেসরকারি এক সংস্থায়। তিনি মানসিক অবসাদে ভুগছিলেন বেশ কয়েক মাস বেতন না পেয়ে। এর জেরেই আত্মহত্যার চেষ্টা করেন তিনি। এদিকে, সবাই প্রসংসা করেছেন মনোতোষের সাহসিকতারও।