জামাইষষ্ঠীর বাজারে আকাশছোয়া ডাবের দাম, কিনতে গিয়ে হিমসিম খাচ্ছেন সাধারণ মানুষ
নিজস্ব সংবাদদাতা : আগামীকাল জামাইষষ্ঠী, আজকেই সবকিছু কিনে রাখছেন সব মানুষ। সব জিনিসের মধ্যে ডাবের জনপ্রিয়তা অনেক বেড়েছে। জামাইকে বাড়িতে গেলে ডাব খাওয়ানোর প্রচলন আছে। আজকে মানুষ বাজারে এসে ডাবের দাম জিঞ্জাসা করায় একেবারেই অবাক হয়ে যাচ্ছেন। ভালো ডাব একশো কুড়ি টাকা বলছেন বিক্রেতারা। একসাথে অনেক ডাব কিনলে পড়ে হয়ত কিছুটা দাম কম নিচ্ছেন তারা, তবে ডাবের দাম একশো টাকার নীচে পাওয়া যাচ্ছেনা।
আজকে ডাবের দামকে নিয়ে অনেক মানুষ প্রশ্ন করছেন ডাবের দাম এত বাড়ল কেন? এমনিতেই জৈষ্ঠ মাসে ডাবের চাহিদা এমনিতেই বেশী থাকে তবে সামনে জামাইষষ্ঠী তাই দাম বেড়েছে জানালন ক্রেতারা। গতকাল থেকে অনেক বেড়েছে ডাবের দাম। কিনছেন ক্রেতারা তবে কিছুটি দ্বিধা নিয়েই। কারন ডাবের একটা জনপ্রিয়তা আছে মানেন সবাই। তাই তো বিক্রি হচ্ছে ডাব প্রচণ্ডভাবে।