জেলা সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী ! ভোট বয়কটের ডাক আসানসোলে
বেস্ট কলকাতা নিউজ : জল নাই, ভোট নাই।’ এমনই দাবি উঠল আসানসোল পুরনিগমের ৫৮ নম্বর ওয়ার্ডে। গত তিন মাস ধরে বাসিন্দারা নিয়মিত পানীয় জল পাচ্ছেননা বলে দাবি। আর তাই এদিন তুমুল বিক্ষোভে ফেটে পড়লেন এলাকার বাসিন্দারা। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর কালে আসানসোলের জগতডিহি গ্রামের বাসিন্দারা দাবি তুললেন, যদি জলের স্থায়ী সমাধান না-হয় তাহলে তাঁরা ভোট বয়কট করবেন।

এদিকে বিষয়টি নিয়ে আসানসোল পুরনিগমের ওই ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় নোনিয়া বলেন “আমি ইতিমধ্যেই পুরনিগমে জল নিয়ে এলাকার মানুষের সমস্যার কথা বিস্তারিত জানিয়েছি। স্থায়ী সমাধান করার চেষ্টা চলছে।” তিনি জানান, কীভাবে সমস্যার সমাধান সম্ভব তা খতিয়ে দেখা হচ্ছে ৷শুরু হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। এদিকে আসানসোলের একটি গ্রামে উঠল ভোট বয়কটের স্লোগান। আসানসোল পুরনিগমের ৫৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত জগতডিহি গ্রামের বাসিন্দারা এদিন পানীয় জলের দাবিতে বিক্ষোভ দেখান ৷ স্থানীয় বাসিন্দাদের দাবি, গত তিন মাস ধরে অনিয়মিত জল পাচ্ছেন তাঁরা। একদিন জল আসছে তো, তিন দিন আসছে না। ফলে পানীয় জলটুকু তাঁরা পাচ্ছেন না। এই পরিস্থিতিতেই এদিন এক তুমুল বিক্ষোভ দেখালেন গ্রামের বেশ কয়েকজন বাসিন্দা ৷

