ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু হল ধূপগুড়িতে, গুরুতর আহত হল আরও এক হাতি

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

ধূপগুড়ি : ধূপগুড়িতে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক হাতির এবং আহত হল আরোও একটি হাতি। জানা গেছে এদিন সকালে ধূপগুড়ি র ভোটপাড়ায় সকালে হাতির পাল রাস্তা দিয়ে পার হয়ে রেল লাইন পার হচ্ছিলো। সেই সময় ট্রেন এসে ধাক্কা মারে ওই হাতি দুটিকে। এদিকে বাকি হাতি সব রেল লাইন পার হয়ে যায়। অবশেষে আটকে পড়ে যায় ওই দুটি হাতি। একজন মারা যায় এবং আরেকজন আহত হয়। এমনকি স্থায়ীয় মানুষজনও অনেক চেষ্টা করেও বাঁচাতে পারেননি ওই হাতিটিকে। আহত হাতির চিকিৎসা শুরু করে দেন তারা। এরপর ক্ষোভে ফেটে পড়েন তারা। বারবার বলা হলেও বনদপ্তর এবং রেল কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন? আর এইভাবে কত অবলা প্রাণীর প্রান চলে যাবে বলে ক্ষোভে ফেটে পড়েন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *