ডিসেম্বর মাস পড়তেই শিলিগুড়িতে শুরু হল দার্জিলিংয়ের কমলালেবু বিক্রি

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : ডিসেম্বর মাস পড়তেই শিলিগুড়িতে চলে আসলো দার্জিলিং এর কমলালেবু। ইতিমধ্যেই দার্জিলিং এর কমলা লেবু এসে পৌঁছায় শিলিগুড়িতে। বিক্রেতারা জানিয়েছেন দার্জিলিং থেকে শিলিগুড়ি দূরত্ব একেবারেই নেই, তাই আগে বাইরে পাঠিয়ে তারপরে শিলিগুড়িতে এসেছে দার্জিলিংয়ের কমলালেবু। এবারের কমলালেবুর দাম আগের মতনই আছে, তবে দামের ভিত্তিতে স্বাদ আলাদা। শিলিগুড়িতে অন্যান্য বার নভেম্বরে মাঝামাঝি থেকেই চলে আসতে শুরু করে দার্জিলিং এর কমলা লেবু, যা এবার একটু হলেও দেরি হয়েছে বলে মনে করছেন কমলালেবু বিশেষজ্ঞরা।

এদিকে শিলিগুড়িতেও পর্যটকের সংখ্যা কম নেই, পাহাড়ে বেড়াতে গেলে কদিন শিলিগুড়ি থেকে যাব এই ভাবনা আছে পর্যটকদের। আবার যাওয়ার সময় দুই তিন দিন শিলিগুড়িতে থেকে যান তারা। কাজে জনপ্রিয়তা দিক থেকে শিলিগুড়ি অন্যান্য শহরের তুলনায় কম জনপ্রিয় নয় পর্যটকদের কাছে। এদিকে ইতিমধ্যেই বিক্রি শুরু হয়ে গেছে দার্জিলিং এর কমলালেবুর। দামের হেরফের থাকায় একটু দেরিতে বিক্রি হবে কমলালেবু বলে মনে করছেন ক্রেতারা। শিলিগুড়ির কমলালেবু ব্যবসায়ীরা জানান শিলিগুড়িতে এবার ভালোই বিক্রি হবে দার্জিলিং এর কমলালেবু। তবে ডিসেম্বর মাসের শুরু, এরপর শীত পড়বে বাড়বে লেবুর বিক্রি, এমনটাই মনে করছেন সবাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *