ডুয়ার্সের গাথিয়া নদীতে ভয়ঙ্কর হারপা বান, নিখোঁজ হল তিন শ্রমিক
নিজস্ব সংবাদদাতা : ডুয়ার্সের গাথিয়া নদীতে হড়পা বান। যার জেরে নিখোঁজ হল তিন শ্রমিক, ওই তিনজন শ্রমিক নদীর ধারে খুব সম্ভবত কোন কাজ শেষ করে বসে ছিলেন। সেই সময় পিছন থেকে নদীর তোর এসে ভাসিয়ে নিয়ে যায় তাদের। সেই সময় সন্ধ্যা হয়ে আসায় নদীর পাড়ে সেরকম কেউ ছিলেন না, ফলে উদ্ধার কার্যে এদিন অনেকটাই বিলম্ব হয়ে যায়। ওই তিন শ্রমিকের পরিবার এদিন দিশেহারা এবং হন্য হয়ে খোঁজ করতে নামে তাদের। কয়েকদিন ধরে ডুয়ার্সের নদী গুলির অবস্থা ভয়াল আকার ধারণ করছিল। আতঙ্কে নদীর পাড়ে কেউ যাচ্ছিলেন না। এদিন ওই তিন শ্রমিক খুব সম্ভবত কাজের শেষে ওইখানে ছুটে গিয়েছিলেন। আর সেই কারণে তাদের এই অবস্থা হয়েছে বলে এদিন জানা গেছে।
