ডুয়ার্স এর অর্কিড ম্যান চলে গেলেন চির ঘুমের দেশে
নিজস্ব সংবাদদাতা : নিজের লেখা বই প্রকাশের আগেই না ফেরার দেশে চলে গেলেন ডুয়ার্সের অর্কিড ম্যান। উত্তরবঙ্গ তথা উত্তর পূর্ব ভারতের অন্যতম অর্কিড বিশেষজ্ঞ এবং অর্কিডের আবিষ্কারক তপন কুমার কাঠাম গত পয়লা ফেব্রুয়ারি জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের কাঠামবাড়িতে প্রয়াত হয়েছেন বলে সোমবার পারিবারিক সূত্রে জানা গিয়েছে।
উল্লেখ্য, ছোটো থেকেই বনেজঙ্গলে ঘুরে বেড়াতে বেড়াতে অজানা ফুলগাছ সম্পর্কে জানার আগ্রহ তৈরি হয়েছিল প্রচারের আলো থেকে বহু দূরে থাকা প্রকৃতিপ্রেমি তপন কুমার কাঠামের। সেই থেকে জীবনের শেষদিন পর্যন্ত জঙ্গলঘেরা কাঠামবাড়িতেই কাটিয়েছেন এই অর্কিড বিশেষজ্ঞ।
এই মানুষটির হাত ধরেই প্রায় দুশো বছর পর ডুয়ার্সের জঙ্গলে আবিষ্কার হয়েছিল পৃথিবীর অন্যতম মূলবান প্রজাতি একোম্পে প্যাপি লেসব, লিন্ডলে প্রজাতির অর্কিড। কয়েক মাস আগে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতার কথা বলার পাশাপাশি বর্তমানে বাজার ছেয়ে যাওয়া হাইব্রিড অর্কিড নিয়েও তুলেছিলেন প্রশ্ন। লিখেছেন অর্কিড দ্য বায়ো – ইন্ডিকেটর অফ ডুয়ার্স নামক একটি বই। যা প্রকাশনার পর্যায়ে রয়েছে