তিলোত্তমার বাবা-মায়ের আস্থা করুণা নন্দীর উপরেই , অবশেষে বদলে গেল পুরো ‘টিম’

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : সুপ্রিম কোর্টে এবার তিলোত্তমার হয়ে মামলা লড়বেন আইনজীবী করুণা নন্দী। আইনজীবী বৃন্দা গ্রোভারের পরিবর্তে করুণা নন্দীকেই ভরসা করছেন তিলোত্তমার বাবা-মা। বৃন্দা গ্রোভারের ভূমিকায় সন্তুষ্ট ছিলেন না তাঁরা। তাঁদের কথা আদালতে সঠিকভাবে তুলে ধরা হচ্ছিল না বলে অভিযোগ ওঠে। তাই সুপ্রিম কোর্টে আরজি কর মামলা থেকে সরানো হল বৃন্দা গ্রোভারকে।

শিয়ালদহ আদালতেও আর সওয়াল করবেন না বৃন্দা গ্রোভার। নতুন আইনজীবীর টিম তৈরি করা হয়েছে। এছাড়া কলকাতা হাইকোর্টেও অন্য কাউকে সওয়াল করতে দেখা যাবে। এতদিন পর্যন্ত সুপ্রিম কোর্টে আরজি কর মামলায় ‘জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টর্স’ অর্থাৎ চিকিৎসকদের তরফে আইনজীবী হিসেবে সওয়াল করছিলেন করুণা নন্দী। তাঁকেই বেছে নিলেন তিলোত্তমার বাবা-মা।

এদিকে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে দাবি করেছিলেন, তদন্ত সংক্রান্ত সব তথ্য সিবিআই জানাচ্ছেন তিলোত্তমার পরিবারকে। অথচ আরজি করের নির্যাতিতা তরুণীর বাবা, মা জানান, তাঁদের কিছুই জানানো হচ্ছে না। আদালতে যে স্টেটাস রিপোর্ট জমা পড়ছে, সেই সংক্রান্ত কোনও তথ্যও তাঁদের হাতে আসছে না। এই বিষয়টি কেন বৃন্দা গ্রোভার আইনজীবী হিসেবে তুলে ধরলেন না, তা নিয়েই প্রশ্ন তোলে তিলোত্তমার পরিবার। এরপরই বদলে দেওয়া হল আইনজীবী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *