তীব্র গরমে চরম নাজেহাল মানুষ, শিলিগুড়িতে ক্রমশ বাড়ছে ঠান্ডা পানীয়ের বিক্রি
শিলিগুড়ি : সকাল হতেই কড়া রোদ। রোজ সকাল হতেই কড়া রোদের কারনে জীবন অতিষ্ঠ শিলিগুড়িবাসীর। দক্ষিনবঙ্গের সাথে পাল্লা দিয়ে গরম বাড়ছে উত্তরবঙ্গ জুড়ে। গরম বেড়েছে মালদা,জলপাইগুড়ি এবং রায়গঞ্জেও। তীব্র গরমে রাস্তায় বের হয়ে অসুস্থ হয়ে পড়ছেন বহু মানুষ। রোদের থেকে রক্ষা পেতে টোটো এবং রিষ্কাই ভরসা শিলিগুড়িবাসীর কাছে। রোদ থেকে রক্ষা পেতে ডাবের জল এবং অন্যান্য ফলের রসের কাছে ভীড় করছেন অনেকেই। ডাক্তারের বারন থাকলেও ভীড় করে ঠান্ডা পানীয় খাচ্ছেন অনেকেই। গরমের তীব্রতা বাড়তে থাকায় জরুরী কাজ না থাকলে বাইরে বের হতে চাচ্ছেন না কেউই।
এদিকে আবার রোদের কারনে অসুস্থ হয়ে হাসপাতালে ডাক্তারের কাছে ভীড় করছেন শিলিগুড়ির স্থানীয় মানুষ। গরমের কারনে বাইরের খাবার ত্যাগ করছেন মানুষ। রোদের তীব্রতায় রাস্তায় গাড়ি ঘোড়া একেবারেই নেই বললেই চলে। শিলিগুড়ির পাশাপাশি পাল্লা দিয়ে গরম বাড়ছে পাশের শহর জলপাইগুড়িতেও। সকাল হতেই রোদের দাপটে নাজেহাল জলপাইগুড়ির মানুষ। আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া খবরে জানা গেছে আগামী রবিবারের আগে বৃষ্টির কোন সম্ভাবনা নেই বললেই চলে। ফলে এই তীব্র দাবদাহ আরোও কিছুদিন সহ্য করতে হবে শিলিগুড়ির সমস্ত সাধারণ মানুষকে।