তৃণমূল এবং বিজেপিকে একযোগে নিশানা করলো সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই
শিলিগুড়ি : (জলপাইগুড়ি ) , তৃণমূল এবং বিজেপিকে এবার একযোগে তুলোধোনা করলো সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই। শিলিগুড়ি পাকুরতলা মোড়ে এদিনের ডিওয়াইএফআইয়ের এক সমাবেশে তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে স্বৈরাচারী বলে আক্রমণ করলেন সিপিএমের জেলা সম্পাদক জিবেশ সরকার। এদিন তিনি জানান বিজেপি এবং তৃণমূল এসে গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে একেবারে ধুলিস্যাৎ করে দিতে চাইছে। আজকে বাংলা মাধ্যমের স্কুলের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা একমাত্র পশ্চিমবাংলার মানুষই জানে। এইভাবে চলতে দেওয়া যাবে না, আমাদের শক্তিশালী হয়ে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে নামতে হবে। যুব সংগঠনের তরফ থেকে এদিন বক্তব্য রাখেন ডিওয়াইএফআইয়ের পুরুষ এবং মহিলা কর্মীরাও।
