দক্ষিণ এশিয়ান জুডো প্রতিযোগিতায় শিলিগুড়ির মান বাড়ালো শিলিগুড়ির খেলোয়াড়েরা
নিজস্ব সংবাদদাতা : দক্ষিণ এশিয়ান যুব জুডো প্রতিযোগিতায় ২টি সোনা, ১টি রূপোর পদক জয় করলো শিলিগুড়ির খেলোয়াড়দের। তারা এই খবর দিয়ে জানায় তুল্য মূল্য প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে তারা পরাস্ত করেছে তাদের প্রতিদ্বন্দ্বীদের। গতবারও তারা ভালো ফলাফল করেছিলো। এবারে আরো ভালো ফলাফল হতে পারত , বলেও জানিয়েছেন তাদের কোচ। মূলত শিলিগুড়িতে প্রতিবছর এই জুডো প্রতিযোগিদের নিয়ে বিভিন্ন রকম ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবারও যার কোনো ব্যতিক্রম হলো না। এবারের ফলাফল আরো ভালো হতে পারতো বলে জানান এক মহিলা প্রতিযোগী।
