দার্জিলিং মেল কি আবার এনজিপি থেকেই ছাড়বে? এক চরম অনিশ্চয়তার মেঘ রেল যাত্রীদের মধ্যে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : দার্জিলিং মেলকে নিয়ে অনিশ্চয়তার শেষ নেই। কেউ বলে জলপাইগুড়ি, কেউ বলে আলিপুরদুয়ার কেউ চায় এনজিপি কোথা থেকে ছাড়লে দার্জিলিং মেল এর সঠিক ঠিকানা হবে জানেন না কেউ। প্রায় ৫০ বছরের বেশি হয়ে গেল দার্জিলিং মেল ছাড়ছে , কখনো বলা হচ্ছে স্থান পরিবর্তন হবে, এরপরে প্রতিবাদের জন্য থামিয়ে অন্য জায়গা থেকে ছাড়ার ব্যবস্থা করা হচ্ছে। এই নিয়ে অসন্তোষ ছড়ায় যাত্রীদের মধ্যে।

তারা আরও জানিয়েছেন সবাই তো উত্তরবঙ্গ কে ভালোভাবে চেনেন না, দার্জিলিং মেল উত্তরবঙ্গের কেন গোটা বাংলার অন্যতম ভালো ট্রেন, এটা সবাই আমরা বুঝতে পারি। কাজেই এই ট্রেনকে নিয়ে নাড়াচাড়া করা একেবারেই উচিত না। চেষ্টা করা উচিত সবার যাতে সুযোগ এবং সুবিধা থাকে , এভাবে এই ট্রেনকে চালানো। দার্জিলিং মেল কোথায় গিয়ে থামবে? এই কাজের জন্য আলাদা ব্যবস্থা করা হচ্ছে। তবে সবচাইতে বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে জনপ্রিয় এই ট্রেনের স্টপেজের কোন ঠিকানা নেই। তাই পর্যটকদেরও চরম সমস্যা হয়ে দাঁড়াচ্ছে।এদিকে রেল দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে খুব তাড়াতাড়ি এই বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নাওয়া হবে। একটা সঠিক জায়গা থেকে দার্জিলিং মেলকে না ছাড়ালে কোন সমাধান হবে না। উত্তরবঙ্গের মানুষের কাছে অন্যতম জনপ্রিয় এই ট্রেন। তাই জনপ্রিয়তা যাতে নষ্ট না হয়ে যায় এদিকেও বিশেষ দৃষ্টি রাখবে রেল দপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *