দীর্ঘ জল্পনার অবসান , অবশেষে ২০ দিন পর বিএসএফ জওয়ান পূর্ণম সাউকে ফেরাল পাকিস্তান
বেস্ট কলকাতা নিউজ : ২০ দিন পর দেশে ফিরলেন পাকিস্তানে আটকে থাকা রিষড়ার বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ ৷ আজ সকাল সাড়ে ১০ টা নাগাদ পঞ্জাবের আটারি-ওয়াঘা সীমান্তে বিএসএফ কনস্টেবল পূর্ণম কুমার সাউকে পাকিস্তান থেকে ফিরিয়ে নিয়ে আসা হয় । বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানিয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স ৷ এদিকে এতদিন পর জওয়ানকে ফিরে পেয়ে চরম স্বস্তিতে রিষড়ার সাউ পরিবারও ৷ এমনকি কেন্দ্র ও বিএসএফকেও কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁরা ৷ জানা যায় কনস্টেবল পূর্ণম ২৩ এপ্রিল ফিরোজপুর সেক্টরে অপারেশনাল ডিউটির সময় অসাবধানতাবশত পাকিস্তানের ভূখণ্ডে প্রবেশ করেন ৷ সেদিন পাক রেঞ্জার্স তাকে আটক করে । অবশেষে ২০ দিন পর তিনি দেশে ফিরলেন ৷

এদিকে পূর্ণমকে দেশে ফেরানোর খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে তাঁর পরিবারও ৷ এর জন্য পরিবারের সদস্যরা কেন্দ্রীয় সরকার এবং বিএসএফ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ৷ তাঁর পরিবারের এক সদস্য বলেন, “আজ আমরা খুবই খুশি । পূর্ণমকে নিরাপদে ফিরিয়ে আনার প্রচেষ্টার জন্য আমরা কেন্দ্রীয় সরকার এবং বিএসএফ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই । গত দু-সপ্তাহ আমরা নির্ঘুম রাত কাটিয়েছি ৷ প্রতিটা মুহূর্ত অনিশ্চয়তায় কেটেছে ৷ আমরা ওর সুস্থতা নিয়ে ক্রমাগত উদ্বিগ্ন ছিলাম ৷ এখন আমরা এখন পূর্ণমের সঙ্গে কথা বলার এবং তাঁকে সামনে থেকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি ।” এই বিষয়ে বিএসএফের একজন মুখপাত্র জানান যে, জওয়ান পূর্ণমকে দেশে ফেরানোর হস্তান্তর প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে এবং প্রতিষ্ঠিত প্রোটোকল অনুসারে সম্পন্ন হয়েছে ।