দূর্গাপুরে কলেজ গেটে তালা লাগিয়ে ছাত্রীরা বিক্ষোভ দেখাল ফি কমানোর দাবি জানিয়ে
বেস্ট কলকাতা নিউজ : সব স্কুল-কলেজ প্রায় বন্ধ রয়েছে করোনা আবহের জেরে। কিন্ত এই পরিস্থিতিতেও ক্রমশ ফি বাড়িয়ে চলেছে রাজ্যের বেসরকারি স্কুলগুলি। আর তা নিয়ে আন্দোলনও চলছে একরকম জোরকদমে।কিন্তু তাতেও কোনো বিশেষ হেলদোল নেই বেসরকারি স্কুল ও কলেজ কতৃপক্ষের, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বার বার অনুরোধ করেছেন কোনো রকম ফি না বাড়ানোর জন্য । কিন্ত কে করা কথা শোনে ? ঘটনা চক্রে দূর্গাপুর ওমেনস কলেজের ছাত্রীরাও আন্দোলনে সামিল হয়েছিল ফি কমানোর দাবিতে।এই আন্দোলনে বিক্ষোভ দেখিয়েছে কলেজের কয়েকশো ছাত্রী। এমনকি তারা তালা লাগিয়ে দেয় কলেজের মেন গেটেও , এর ফলে কয়েক জন অধ্যাপক আটকে পড়ে কলেজের ভিতরেই
সমগ্র এলাকা প্রায় উত্তপ্ত হয়ে ওঠে এই ঘটনাকে কেন্দ্র করে ।বিক্ষোভরত ছাত্রীদের আরও অভিযোগ, তিন মাস অন্তর প্রত্যেককে দিতে হয় ২৩০০ টাকা করে ফি। যার মধ্যে ধরা থাকে টিউশন ফি-সহ একাধিক খাত বাবদ টাকাও । কিন্তু কলেজে বন্ধ মার্চ থেকেই । তাই এত ফি নেওয়া অন্যায়। সেই কারণেই ফি কমানোর দাবিতে ছাত্রীরা বিক্ষোভ দেখান দুর্গাপুর ওমেনস কলেজের বাইরে। দীর্ঘক্ষণ বিক্ষোভের পর অধ্যাপক ও শিক্ষাকর্মীদের ভিতরে আটকে বাইরের গেটে তাঁরা তালা দিয়ে দেন। ৩০ মিনিট পর পরিস্থিতি স্বাভাবিক হয় এই ঘটনায়।