দেশের সবচেয়ে বড় স্বর্ণ ভাণ্ডারের হদিশ মিললো বিহারে
বেস্ট কলকাতা নিউজ : সম্প্রতি বিহারের জামুই জেলার করমটিয়া এলাকায় খোঁজ মিলল দেশের সবচেয়ে বড় স্বর্ণ ভাণ্ডারের । এই স্বর্ণ ভাণ্ডারে রয়েছে দেশের ৪৪ শতাংশ স্বর্ণ। সবচেয়ে আশ্চর্যের বিষয় কেউ কোনও দিন ঘুণাক্ষরেও আঁচ করতে পারেনি গাছ-গাছালি আর লাল মাটির নীচে যে এত বড় স্বর্ণের ভাণ্ডার লুকিয়ে রয়েছে তা। ৪০ বছর সময় লেগে গেছে এই স্বর্ণের ভাণ্ডারের সন্ধান পেতে। মনে করা হচ্ছে এখান থেকে ২২৩ টন স্বর্ণ পাওয়া যাবে বলেও ।
কীভাবে খোঁজ মিলল এই স্বর্ণ ভাণ্ডরের তার পিছনেও আছে একটি দারুণ কাহিনি। এর খোঁজ মেলেনি কোনও বিজ্ঞানী বা অন্য কোনও যান্ত্রিক উপায়ে। পিঁপড়ার মাধ্যমে মিলেছে বিশাল এই সোনার ভাণ্ডারের খোঁজ । অবিশ্বাস্য হলেও, স্থানীয় বাসিন্দারা এমনই দাবি করেছেন।তাদের দাবি, ওই এলাকায় একটি বিশাল বটগাছ রয়েছে চার দশক ধরে। রোদের তেজ আর গরমের হাত থেকে বাঁচতে পিঁপড়েরা বাসা বানাতে শুরু করে বটগাছের নীচে। মাটি খুঁড়ে যখন নীচ থেকে উপরে তোলা শুরু করে পিঁপড়েরা, তখন স্থানীয়রা সেই মাটির মধ্যে হলুদ চকচকে ক্ষুদ্র ক্ষুদ্র কণা মিশে থাকতে দেখে । খবরটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে ওই এলাকার লোকজনের মধ্যেও।