দোকান নিয়ে চরম সমস্যা, সরজমিনে প্রদর্শন করলেন মেয়র গৌতম দেব
শিলিগুড়ি : পুরনিগমের উদ্যোগে ৪২ নং ওয়ার্ডের বাংলা বাজারে নির্মিত হয়েছে ১৩৮টি দোকান। দিনের পর দিন এই দোকানগুলি নিয়ে অসন্তোষ ছিল সাধারণ মানুষের মধ্যে। কদিন ধরে তারা অভিযোগ জানিয়ে আসছিলেন। উক্ত দোকানগুলি উদ্বোধনের প্রাক্কালে সরেজমিনে পরিদর্শন করলেন মেয়র গৌতম দেব। তিনি তৎসহ ৪৩ নং ওয়ার্ডের গান্ধী নগর মোর এলাকা ঘুরে দেখেন।ন্যাশনাল হাইওয়ে রাস্তার কাজের জন্যে নানান সমস্যার কথা জানিয়েছিলেন স্থানীয় নাগরিকরা। সেই সমস্যাগুলো বিশদে খতিয়ে দেখতে ও তার সুষ্ঠু সমাধানে এদিন সেই এলাকা পরিদর্শন করে যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করলেন তিনি।
