নববর্ষে হারিয়ে গেছে হালখাতা , এখন শুধুই রয়ে গেছে স্মৃতির মনিকোঠায়
নিজস্ব সংবাদদাতা : আজ বাংলা নববর্ষ । আগের মত আর হয়না নববর্ষ। সেই সাথে হারিয়ে গেছে হালখাতাও। পাওয়া যায় না সেই পুরনো স্মৃতি। আগে গৌরব এবং গরিমা ছিল। যা এখন প্রায় মুছে গেছে। সেই হালখাতাও নেই , আজকে বাঙালির উদ্দীপনাও নেই। মুছে গেছে সবকিছু। বাঙালির মাঠে গিয়ে বার পুজো করা , হালখাতা করা এবং নিমন্ত্রণ করা সব কিছুই যেন ইতিহাস। আগে হালখাতা বিক্রি হত হাজার হাজার। এখন আর সেই কোথাও নেই এই হালখাতা বিক্রি করেও আর এখন হয় না কিছু। সবই চলে গেছে অন্ধকারে। একেবারেই হারালে মনে থাকতো না, তবে যখন লাল ওই খাতা গুলোকে বাজারে পড়ে থাকতে দেখা যায় তখন বড় কষ্ট হয় । সত্যিই তো কি সুন্দর সুন্দর দিন পার করে এসেছি আমরা । হালখাতা চলে গেল মানুষের মাঝখান থেকে। আর ফিরে আসবেনা , আধুনিক হয়ে যাওয়ায় পৃথিবীতে কেন মূল্য নেই হালখাতার।
