নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার, মুখ্যমন্ত্রীর সফরের আগে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো নানুরে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বীরভূমে মুখ্যমন্ত্রীর সফরের আগে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের গ্রাম থেকে উদ্ধার নাবালিকার পচাগলা দেহ ৷ গত ১৯ জুলাই থেকে নিখোঁজ ছিল ছাত্রী ৷ ২৫ জুলাই শুক্রবার তার দেহ উদ্ধার হয় ৷ বোলপুর মহকুমা হাসপাতালের মর্গে এসে ছাত্রীর পরনের ওড়না দেখে দেহ শনাক্ত করেন বাবা৷

তদন্তের দাবিতে মর্গের সামনে এসে বিক্ষোভ দেখায় বিজেপির নেতা-কর্মীরা ৷ পুলিশের বিরুদ্ধে স্লোগানও তোলেন তাঁরা ৷ অবশেষে চাপের মুখে দেহটি ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ ৷ পাশাপাশি, ডিএনএ টেস্টের জন্য পরিবারের সদস্যের নমুনা সংগ্রহ করেন তাঁরা ৷ নিখোঁজ ছাত্রীর বাবা বলেন, “উদ্ধার হওয়া দেহটি আমার মেয়েরই ৷ ওড়না দেখে চিনতে পেরেছি ৷ পুলিশ বলছে তাও ডিএনএ টেস্ট করতে, সেটা করাব ৷” যদিও ময়নাতদন্তের রিপোর্ট হাতে না-পাওয়া পর্যন্ত এই বিষয়ে কোনও মন্তব্য করা হবে না বলে জানিয়েছে পুলিশ ৷

জানা গেছে গত ১৯ জুলাই থেকে নিখোঁজ ছিল বীরভূমের নানুর থানা এলাকার নবম শ্রেণির এক ছাত্রী ৷ টিউশন পড়তে গিয়ে আর বাড়ি ফেরেনি সে ৷ পরিবারের তরফে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয় । গত ২১ জুলাই নানুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার ৷ এরপর ২৫ জুলাই শুক্রবার নানুরের পাপুড়ি গ্রামে আলামিন মিশনের পাশে পুকুরের ধার থেকে একটি পচাগলা দেহ উদ্ধার হয় ৷ নানুর থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠায় ৷

প্রাথমিকভাবে জানা যায়, দেহটি ওই নিখোঁজ নাবালিকার ৷ নিখোঁজ ছাত্রীর পরিবারের লোকজন আসেন ৷ ছাত্রীর বাবা দেহটির পরনের ওড়না দেখে শনাক্ত করেন মেয়েকে ৷ পরিবারের দাবি, ধর্ষণ করে খুন করা হয়েছে । তবে দেহের অবস্থা খারাপ হওয়ায় ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতাল থেকে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ প্রাথমিকভাবে পরিবারের লোকজন দেহটি শনাক্ত করলেও নানুর থানার পুলিশ ডিএনএ টেস্ট করার সিদ্ধান্ত নিয়েছে ৷

আগামী ২৮ ও ২৯ জুলাই একাধিক কর্মসূচি নিয়ে বীরভূম সফরে বোলপুরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তার আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখের গ্রাম থেকে নাবালিকার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছাড়িয়েছে । এদিন, তদন্তের দাবিতে বোলপুর মহকুমা হাসপাতালের মর্গের সামনে দেহ আটকে ব্যাপক বিক্ষোভ দেখায় বিজেপির নেতা-কর্মীরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *