নিলামে দাম হচ্ছে না, ব্যাপক ক্ষতির মুখে পাহাড়ের চা শ্রমিকেরা
নিজস্ব সংবাদদাতা : নিলামে উঠছে না চায়ের দাম। তাই ব্যাপক ক্ষতির মুখে চা শ্রমিকেরা। গত কয়েক বছর ধরে এই ভাবেই চলছে পাহাড়ে চায়ের কাজ। চা শ্রমিকরা জানিয়েছেন এইভাবে দিনের পর দিন , তারা যদি পরিশ্রম করে লাভের মুখ না দেখেন সবাই কি জন্য তারা কাজ করছেন। তারা তো আলাদা করে কিছু পান না , চা শ্রমিকরা চায়ের কাজ করেই সংসার চালান। আর এটাই তাদের সব থেকে বড় কাজ। দিনের পর দিন চা উৎপাদন করে বঞ্চিত হচ্ছেন তারা। কি করে ভুলে যাবেন তারা? অবিলম্বে যদি চায়ের ব্যবসা করতে হয় তবে আগে লাভের মুখ দেখতে হবে। তবেই তো তারা মাথা ঠান্ডা রেখে ব্যবসা করতে পারবেন। কিন্তু কে শোনে কার কথা, এইভাবে দিনের পর দিন তারা বঞ্চিত হচ্ছেন চায়ের ব্যবসা করে। আপাতত তারা নিজেরা ঠিক করেছেন তাদের দাবি নিয়ে আন্দোলনে বসবেন। পরে যা হবার হবে। এদিকে চরম সমস্যায় পড়েছেন মালিকপক্ষ। কতদিন এভাবে চালাবেন তারা? বুঝতে পারছেন না।