নৃশংস খুন প্রয়াত ফুটবলার পি কে বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, চরম ভয়াবহ ঘটনা ঘটে গেলো সল্টলেকে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : দোলের রাতে সল্টলেকে ঘটে গেল ভয়াবহ ঘটনা। প্রয়াত ফুটবলার পি কে বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে খুন! মদের আসরের মধ্যেই ধারাল অস্ত্রের কোপে খুন করার অভিযোগ উঠেছে গাড়ির চালকের বিরুদ্ধে। অভিযোগ দায়ের হওয়ার পর বিধাননগর দক্ষিণ থানার পুলিশ ওই চালককে গ্রেফতার করেছে। ধৃত চালকের নাম বরুণ ঘোষ। গোপীনাথ নামে ওই বাড়ির এক পরিচারককে খুন করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। শুক্রবার রাতে ওই ঘটনা ঘটে। প্রয়াত ফুটবলারের ওই সল্টলেকের বাড়িতে বর্তমানে থাকেন তাঁর দুই মেয়ে।

জানা গিয়েছে, সম্প্রতি থাইল্যান্ড থেকে ফিরেছেন প্রয়াত ফুটবলারের এক মেয়ে। শুক্রবার তিনি অভিযোগ জানান, তাঁর পার্স থেকে কয়েক হাজার টাকা চুরি হয়ে গিয়েছে। এ কথা জানার পর ওইদিনই বাড়ির চালক সহ পাঁচ পরিচারককে ঘরে ডেকে তিনি জিজ্ঞাসা করেন। এই নিয়েই বচসার সূত্রপাত। পুলিশ সূত্রে খবর, বরুণ ঘোষ নামে ওই চালক গোপীনাথ নামে ওই পরিচারকের দিকে বারবার আঙুল তুলতে থাকেন। তাঁকে বলতে থাকেন, ‘তুমিই নিয়েছ টাকা।’ তাতে আপত্তি জানান গোপীনাথ। এরপর রাতে মদের আসর বসলে সেই বচসা চরমে পৌঁছয়। অভিযোগ, সেই বচসার জেরেই রাগের মাথায় বরুণ হেঁশেল থেকে ধারাল অস্ত্র নিয়ে আসেন ও গোপীনাথকে এলোপাথাড়ি কোপ মারতে থাকেন। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। শনিবার সকালে বরুণকে গ্রেফতার করা হয়েছে। বাড়ির ঠিক সামনেই বসেছিল মদের আসর। সেখান থেকে নমুনা সংগ্রহ করা হচ্ছে। খুনের পিছনে অন্য কোনও কারণ আছে কি না, সেটাই খতিয়ে দেখার চেষ্টা করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *