পর পর দুবার, এবারেও মাধ্যমিকের মেধা তালিকায় নাম নেই শহর শিলিগুড়ির
শিলিগুড়ি : এবারও নেই শিলিগুড়ির নাম মাধ্যমিকের মেধা তালিকায়। এই ফলাফল অবাক করে দিয়েছে সকলকে। দু বছর আগেও যেখানে শিলিগুড়ি থেকে ছেলে মেয়েদের মেধা তালিকায় নাম ছিল । গত বছর এবং এ বছর কারো নাম না থাকায় অবাক হতাশ শিলিগুড়ির শিক্ষক মহল। শিক্ষক এবং শিক্ষিকারা জানিয়েছেন শিলিগুড়িতে প্রতিভাবান ছাত্র ছাত্রীর অভাব নেই। কিন্তু এবারেও কেন নাম উঠল না শিলিগুড়ি ছাত্র-ছাত্রীর এটা প্রচন্ডভাবে দুর্ভাগ্যজনক ব্যাপার।

এদিকে শহর শিলিগুড়ির দুটি বাংলা মাধ্যমের নামকরা স্কুল শিলিগুড়ি বয়েয এবং শিলিগুড়ি গার্লস সেখানেও মেধা তালিকায় কারো নাম নেই । ছাত্র-ছাত্রীদের মধ্যেও অনেকে জানিয়েছেন এইভাবে কারো নাম না থাকাটাও চূড়ান্তভাবে বিস্ময়কর। আমরা অবাক এবং হতাশ, আমাদের মত অনেকেই আছে অনেক ছাত্র-ছাত্রী আছে যারা এক থেকে দশের মধ্যে থাকার যোগ্যতা রাখে। কিন্তু পরপর দুবার কারো নাম না থাকায় আমরা চরম হতাশ। হতাশ অভিভাবকেরাও। তারাও জানিয়েছেন এই ফলাফল তারা একেবারেই আশা করেননি।