পর্যটকদের জন্য এক দারুন খবর, এবার দার্জিলিং থেকে কালিম্পং পর্যন্ত চলবে হট এয়ার বেলুন
নিজস্ব সংবাদদাতা : জনপ্রিয় বেলুন চড়া, পাহাড়ে এবার তাই দার্জিলিং থেকে কালিম্পং এবং কালিম্পং থেকে দার্জিলিং পর্যন্ত চলবে হট এয়ার বেলুন। এই বেলুনের চেপে পর্যটকেরা দার্জিলিং থেকে কালিম্পং এবং কালিম্পং থেকে দার্জিলিং যাতায়াত করতে পারবেন। পর্যটক এরা ভালবাসেন বেলুনে চেপে যাতায়াত করতে। মাঝে বেশ কিছু দুর্ঘটনার কারণে এবং সমস্যা তৈরি হওয়ায় বন্ধ ছিল যাতায়াত করা। আবার হট এয়ার বেলুন এর চড়ে যাত্রা শুরু করতে চলেছেন পর্যটকেরা।

এদিকে এমনিতেই দার্জিলিঙে এখন পর্যটকদের নিয়ে রমরমা বাজার, এর উপরে হট হেয়ার বেলুন অনেকটাই জনপ্রিয়তা বাড়িয়ে তুলবে বলে মনে করছেন দার্জিলিং এর পর্যটন ব্যবসায়ীরা। খুব দ্রুত তাড়া শুরু করতে চান এই বেলুনের চেপে চলাচল। প্রাথমিক প্রস্তুতি অবশ্যই শুরু হয়ে গেছে, তবে কবে থেকে এই বেলুনের করে পর্যটকেরা যাতায়াত করতে পারবে সেটা এখনো জানা যায়নি। তবে খুব দ্রুত এই ব্যবস্থা শুরু হবে। এই হট এয়ার বেলুন ৯০ এর দশকে প্রচন্ড জনপ্রিয় ছিল। এমনকি বিভিন্ন সিনেমার শুটিংয়ে ব্যবহার করা হতো এই হট এয়ার বেলুন, তারপরে মাঝে কিছু সমস্যা তৈরি হওয়ায় সেটা বন্ধ ছিল। এখন আবার নতুন করে শুরু হচ্ছে হট এয়ার বেলুন চলাচল। যারা এখন বর্তমানে দার্জিলিঙে আছেন তারাও শুনেছেন, তারা প্রচন্ড উৎসাহী বলে জানিয়েছে পর্যটক বিশেষজ্ঞরা। এখন শুধু সময়ের অপেক্ষা, এমনটাও জানিয়েছেন তারা।