পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের বিশেষ উদ্যোগে ” বাংলা মোদের গর্ব ” অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব
শিলিগুড়ি : পশ্চিমবঙ্গ তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ” বাংলা মোদের গর্ব ” অনুষ্ঠানে শুভ উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব। শিলিগুড়ির দাদাভাই স্পোর্টিং ক্লাবের মাঠে ” বাংলা মোদের গর্ব ” অনুষ্ঠানের সূচনা করতে গিয়ে মেয়র গৌতম দেব এদিন জানান, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্নভাবে বাংলা ভাষাকে ছড়াবার চেষ্টা করে চলেছেন। এই অনুষ্ঠানটি সারা বাংলা জুড়ে চলছে, এই অনুষ্ঠানটির একটাই বিশেষত্ব বহু পুরুষ এবং মহিলাএই কর্মসংস্থানের মাধ্যমে, বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করতে পারছেন এবং নিজেদের উপার্জনের পথ অনুষ্ঠিত করতে পারছেন।
মেয়র এদিন আরো জানান আগামী বছর থেকে এ অনুষ্ঠানটি বিভিন্নভাবে সারা বাংলা জুড়ে প্রচারিত হবে, যাতে বাঙালি তার প্রতিভাকে তুলে ধরতে পারে। তিন দিন ধরে চলা এই অনুষ্ঠানে সবাই বুঝতে পারবেন, বাঙালি শিল্প এবং বাঙালির রান্না ঠিক কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে। বাঙালি যে স্বীকৃত, এবং বিশ্ববাজারে বন্দিত তা মানুষ বুঝতে পারবেন। কারণ বাঙালি এবং বাংলা ভাষা বিশ্ববাজারে এক আলাদা মর্যাদা লাভ করেছে। এদিন মেয়রের সাথে উপস্থিত ছিলেন, শিলিগুড়ি পুরো নিগমের সমস্ত এমএমআইসি, এবং কাউন্সিলররাও।