পহেলগাঁওয়ে স্ত্রী-সন্তানদের সামনে জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হল পুরুলিয়ার যুবক মণীশ
বেস্ট কলকাতা নিউজ : পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় মৃত্যু হল পুরুলিয়ার এক বাসিন্দার। জানা গেছে মৃতের নাম মণীশরঞ্জন মিশ্র, তাঁর বাড়ি ঝালদা পৌরসভা এলাকার ৫ নম্বর ওয়ার্ডের পুরোনো বাঘমুন্ডি রোডে। তিনি ইন্টেলিজেন্স ব্যুরো(IB) অফিসার ছিলেন। বর্তমানে কর্মসূত্রে পরিবার নিয়ে হায়দরাবাদে থাকতেন। আরোও জানা গিয়েছে, পরিবার নিয়ে পহেলগাঁওতে বেড়াতে গিয়েছিলেন মণীশ। সেখানেই স্ত্রী ও সন্তানদের সামনে সন্ত্রাসবাদীদের গুলিতে তাঁর মর্মান্তিক মৃত্যু হয়। পরিবারের অন্য সদস্যরাও ঝালদা থেকে কাশ্মীর যাওয়ার জন্য সড়ক পথে রওনা দিয়েছিলেন। ঝাড়খণ্ডের ডালটনগঞ্জের কাছেই নৃশংস এই হামলার খবর পাওয়ার পরই পরিবারের সদস্যরা এদিন ভোরে ফিরে আসেন বাড়িতে।

এদিকে মৃতের ভাই বিনীতরঞ্জন মিশ্র বলেন, “দাদা, বউদি ও তাদের দুই বাচ্চা বেড়াতে গিয়েছিল।” তিনি এও জানান, পহেলগাঁও থেকে তাঁর দাদাদের বৈষ্ণোদেবীর মন্দির যাওয়ার কথা ছিল। পরিবারের অন্য সদস্যদের সঙ্গে সেখানেই দেখা হওয়ার কথা ছিল। সেই মতো মণীশের মা-বাবা ও অন্যরা ঝালদা থেকে দিল্লির উদ্দেশে রওনাও দিয়েছিলেন। মাঝ রাস্তায় হামলার খবর পেয়ে এদিন ভোরবেলায় বাড়িতে ফিরে আসেন। মণীশ রঞ্জনের প্রতিবেশীরা জানান ছোটবেলা থেকেই পড়াশোনায় খুবই ভাল ছিল মণীশ। সবার সঙ্গে মিশে যেতেন। তাঁর মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এলাকায়।