পাঁচকেলগুড়ি একতা সংঘের পরিচালনায় ১৫ তম বর্ষ পি.ই.এস কাপ ডিজিটাল ডে – নাইট শর্ট পিচ ক্রিকেট প্রতিযোগিতার শুভ উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : পাঁচকেলগুড়ি একতা সংঘের পরিচালনায় ১৫ তম বর্ষ পি.ই.এস কাপ ডিজিটাল ডে – নাইট শর্ট পিচ ক্রিকেট প্রতিযোগিতার শুভ উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব। এদিন সকালে তিনি বেলুন উড়িয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। মেয়রের সাথে ছিলেন শিলিগুড়ি মহাকুমা ক্রীড়া পরিষদের অন্যান্য সদস্য এবং সমর্থকেরা।

মেয়র গৌতম দেবে এদিন জানান এইসব ক্রিকেট প্রতিযোগিতা শিলিগুড়িতে প্রচন্ডভাবে জনপ্রিয়। মানুষ বহুদিন ধরে বহু সময় ধরে ক্রিকেট খেলাকে ভালোবেসেছেন। শুধুমাত্র ক্রিকেট খেলা দেখার জন্য মানুষ সবকিছু ছেড়ে ক্রিকেট খেলা দেখতে মোবাইল অথবা টিভি নিয়ে বসে পড়েন। এই প্রতিযোগিতায় বইির আগতরা আসবে , এবং স্থানীয় মানুষেরাও খেলা দেখবে এই আশা রাখি। তবেই তো ক্রিকেট জনপ্রিয় হবে। এই খেলাও জনপ্রিয় হবে বলে আশা করি আমরা। খেলোয়ারদের জন্য আকর্ষণীয় পুরস্কার আছে সবাই ভালো খেলুক এই আশা রাখি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *