” পাকিস্তান মোড় ” বদলে হল ” ভারত মাতা মোড় ” ব্যাপক উত্তেজনা ছড়ালো শিলিগুড়িতে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : শিলিগুড়ির মাটিগাড়া তে ” পাকিস্তান মোড় ” বদলে হলো ” ভারত মাতা মোড় “। নাম পরিবর্তন হবার পরে ব্যাপক উত্তেজনা ছড়ায় গোটা এলাকা জুড়ে। অনেকেই এদিন জানান যখন সময়টা একেবারে ঠিক জায়গাতে নেই সেখানে হঠাৎ করে নাম পরিবর্তন চরম বিশৃঙ্খলা আনতে পারে। সকাল থেকেই ওই এলাকায় অন্য সম্প্রদায়ের মানুষ এসে দাঁড়িয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেন। অবশেষে এলাকায় উত্তেজনা ছড়ালে এদিন পুলিশ এসে পরিস্থিতি সামলাতে চেষ্টা করে।

এদিকে বিজেপি ও হিন্দু মহাসম্প্রদায়ের তরফ থেকে জানানো হয় , যারা আমাদের দেশকে ধ্বংস করতে চাইছে, দেশের নিরাপরাধ মানুষদের মেরে যারা নিজেদের বড় ভাবছে। আমরা কি করে ভারতবর্ষের মাটিতে এই ধরনের রাস্তার নাম বা মোড়ের নাম রাখতে পারি? অনেকদিন আগেই পরিবর্তন করা উচিত ছিল? রাজ্য সরকার দিশাহীন হয়ে পড়েছে, তাই এইসব সমস্যা গুলোকে জাগিয়ে রেখেছে। আমরা অবিলম্বে চাই মানুষ এই মোড়ের নাম ” ভারত মাতা মোড় ” হিসাবেই জানুক। এদিন দুই সম্প্রদায়ের লোকেরা মাটিগাড়া মার্কেট এলাকায় এসে উপস্থিত হলে উত্তেজনা চরম আকার নেয়। পরিস্থিতি সামলাতে চলে আসে পুলিশ এবং আধা সামরিক বাহিনীও । অবশেষে এদিন অবস্থা মোটামুটি স্থিতিশীল হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *