প্রতি মিনিটে বেরোবে ২০০ থেকে ৫৫০ রাউন্ড গুলি , নিমেষে ধ্বংস করবে শত্রুপক্ষের মিসাইল-কলকাতায় তৈরি হল নৌবাহিনীর নয়া অস্ত্র
বেস্ট কলকাতা নিউজ : ভারতের সফল অভিযান ‘অপারেশন সিঁদুরে’র পর সদ্য যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। সেই পরিস্থিতির মধ্যেই সামনে এল এক নতুন অস্ত্র। কলকাতার ‘গার্ডেনরিচ শিপ বিল্ডার্স’ নিজস্ব প্রযুক্তিতে তৈরি করল মিসাইল ধ্বংস করার জন্য নেভাল সারফেস গান। মাঝ সমুদ্রে যুদ্ধজাহাজগুলি থেকে এই গান ব্যবহার করা যাবে। ভারতীয় নৌসেনা নিজস্ব প্রযুক্তিতে এই নাভাল সারফেস গান বা শক্তিশালী বন্দুক তৈরি করেছে। গার্ডেনরিচ শিপ বিল্ডার্স বা জিআরএসই এই গান তৈরি করে এক নজির গড়েছে। এতদিন পর্যন্ত এই ধরনের বিধ্বংসী বন্দুক তৈরি করত রাশিয়ান সংস্থা। কিন্তু ভারত কখনওই এই ধরনের মিসাইল ধ্বংস করতে সক্ষম নাভাল সারফেস গান তৈরি করেনি। ভারতের মাটিতে এই অস্ত্র তৈরি হল এই প্রথমবার।

দু’টি বেসরকারি সংস্থার সঙ্গে যৌথভাবে জিআরএসই এই নাভাল সারফেস গান তৈরি করেছে। ইতিমধ্যেই সমুদ্রে ট্রায়াল সম্পন্ন হয়েছে। সাফল্যের সঙ্গে করা হয়েছে সেই ট্রায়াল। নৌবাহিনী সূত্রে জানা গিয়েছে, বর্তমানে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই সময় ভারতীয় যুদ্ধজাহাজগুলির জন্য এই সারফেস গান হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে বেশ কয়েকটি যুদ্ধজাহাজে এই অত্যাধুনিক এবং শক্তিশালী বন্দুক রয়েছে। কিন্তু নিজস্ব প্রযুক্তিতে তৈরি হওয়ায় এবার সবকটি যুদ্ধজাহাজে তা বসানো যাবে। ৭৬ মিলিমিটার এবং ১০০ মিলিমিটার ক্যালিবারের ক্ষমতাসম্পন্ন এই নাভাল সারফেস গান। প্রতি মিনিটে ২০০ থেকে ৫৫০ রাউন্ডগুলি ছুড়তে সক্ষম এটি। জানা গেছে শত্রুপক্ষের যে কোনও যুদ্ধজাহাজ বা উড়ে আসা মিসাইলকে কয়েক মিনিটের মধ্যে ধ্বংস করে দিতে সক্ষম এই শক্তিশালী বন্দুকগুলির গুলি।
x