প্রবল ধস নামার জেরে বন্ধ দশ নং জাতীয় সড়ক, ব্যাহত শিলিগুড়ি -সিকিম যোগাযোগ
শিলিগুড়ি : আবার ধস নামায় বন্ধ হয়ে গেল শিলিগুড়ি সিকিম যোগাযোগ। লিকুইসিড়িতে ধস নেমে বন্ধ হয়ে যায় রাস্তা। বন্ধ হয়ে যায় শিলিগুড়ি সিকিম এবং শিলিগুড়ি এবং নেপালের মধ্যে যোগাযোগ। যাতায়াত একেবারেই বন্ধ হয়ে গেছে দুই রাজ্যের মধ্যে যোগাযোগও । ফলে চুড়ান্ত সমস্যায় পর্যটকেরা। যদিও এদিন সকালে সেনাবাহিনীর তিনটি গাড়ি এসে ধস সরিয়ে দেবারও চেষ্টা করে , তবে আবহাওয়া একেবারেই প্রতিকুল থাকায় সমস্যা বাড়ে মিলিটারীদেরও, ধসে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় একেবারেই যোগাযোগ বন্ধ হয়ে পড়ে শিলিগুড়ি থেকে সিকিমের মধ্যে।এদিকে স্থানীয় মানুষেরা মিলিটারীদের সাথে হাত মিলিয়ে ধস সরাতেও চেষ্টা করে। আবার পর্যটকেরা ফিরে গেছেন যেখান থেকে এসেছিলেন সেখানেই। অধিকাংশ গাড়ি আটকে পড়ে সাত নং জাতীয় সড়কের কাছাকাছি একটি গ্রামে। শিলিগুড়িতে বাজার করতে আসা অধিকাংশ সিকিমের মানুষ আটকে পড়ে আবার ফেরত চলে গেছেন শিলিগুড়িতেও।