প্রবল মুষলধারে বৃষ্টি কালো আকাশ শিলিগুড়িতে থমকে গেছে জনজীবন

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : সকাল থেকেই কালো আকাশ সাথে মুষলধারে বৃষ্টির কারনে একেবারেই থমকে শিলিগুড়ি শহর। আজ সকাল থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে যায় শিলিগুড়িতে, সাথে সাথে আকাশ কালো হয়ে পরিস্থিতিকে আরো ঘোরালো করে তোলে। রোজকার মতন শিলিগুড়ির সকাল আজকে ছিল না, আষাঢ় মাসের বৃষ্টির কারনে মানুষ আজ সকালে একেবারেই ঘর থেকে বের হতে সাহস করেন নি। বৃষ্টির কারনে দোকানপাট এবং বাজারে লোক ছিল একেবারেই নগন্য। রাস্তায় জল থৈ থৈ করছিল শিলিগুড়ির বিভিন্ন ওয়ার্ডে।

এদিকে শিলিগুড়ির আশেপাশের বিভিন্ন জায়গায় জল জমে থাকায় জনজীবন থমকে গিয়েছে সকাল থেকেই, বাজারেও জল জমে যাওয়ায় বাজার করতেও মানুষ বের হতে পারেন নি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী তিনদিন মাঝাড়ি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে শিলিগুড়ি শহর এবং তার আশেপাশের এলাকাজুড়ে। বৃষ্টির কারনে বন্ধ হয়ে যেতে পারে যানবাহনের পরিসেবা। এই খবরে আশঙ্কা প্রকাশ করেছেন পর্যটকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *