প্রাক্তন আইএএসের বাড়ি থেকে উদ্ধার হল অপহৃত ট্রাক চালক ! অবশেষে তদন্তে নামলো পুলিশ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : অপহরণ করা ট্রাক চালকের হদিশ মিলল প্রাক্তন আইএএস শিক্ষানবিশ পূজা খেড়করের বাড়ি থেকে ৷ পথ দুর্ঘটনার পর ট্রাকের চালককে জবরদস্তি এসইউভিতে তোলে কয়েকজন ৷ এরপর ওই ট্রাকচালকের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না ৷ রবিবার পুনে পুলিশ পূজা খেড়করের বাড়ি থেকে ওই অপহৃত ট্রাকচালককে উদ্ধার করে ৷ পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় পূজা খেড়করের মায়ের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুনের পুলিশ ৷ রবিবার ট্রাক চালকের সন্ধানে প্রাক্তন আইএএস শিক্ষানবিশের বাড়ি যায় পুলিশ ৷ তখন তাদের বাড়িতে ঢুকতে বাধা দেন পূজার মা ৷ পাশাপাশি ট্রাক চালককে অপহরণের ঘটনায় নবি মুম্বই পুলিশ সেই সময় এসইউভিতে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ৷ পূজা খেড়করের বিরুদ্ধে অভিযোগ, তিনি আইএএস পরীক্ষায় ওবিসির সংরক্ষণের আওতায় আসতে পরিচয় জাল করেছিলেন ৷

পুলিশ সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় অপহরণের ঘটনাটি ঘটে নবি মুম্বই ও মুম্বইয়ের সংযোগস্থলে মুলুন্দ-আইরোলি রোডে ৷ সেই সময় ২২ বছর বয়সি প্রহ্লাদ কুমার ট্রাক চালাচ্ছিলেন ৷ ট্রাকের সঙ্গে এসইউভির সামান্য ধাক্কা লাগে ৷ তখন ট্রাক চালক ও এসইউভি-তে থাকা দু’জনের মধ্যে বচসা বাধে ৷ এর মধ্যে এসইউভির আরোহীরা জবরদস্তি কুমারকে ট্রাক থেকে বের করে তাদের গাড়িতে তুলে নেয় ৷ এদিকে ট্রাকের খোঁজ না পেয়ে ট্রাক মালিক স্থানীয় রাবালে থানায় বিএনএস-এর ১৩৭ (২ ) ধরায় দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন ৷ এরপর পুলিশ পুনেতে ওই এসইউভির সন্ধান পায় ৷ প্রযুক্তিগত প্রমাণের ভিত্তিতে নবি মুম্বই পুলিশ জানতে পারে, কুমারকে পুনেতে নিয়ে যাওয়া হয়েছে ৷ এরপর পুলিশের একটি দল সেখানে পৌঁছয় ৷ এক আধিকারিক বলেন, “আমরা ওই গাড়িটিতে চিহ্নিত করি ৷ গাড়িটি পূজা খেড়করের বাংলোতে ছিল এবং সেখান থেকে প্রহ্লাদ কুমারকে পাওয়া যায় ৷”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *