প্রেমে ‘বাধা’ হয়ে দাঁড়িয়েছিল ৯ বছরের ছেলে, প্রতিবেশীরা ক্ষোভে ফুঁসে উঠলেন মায়ের চরম নৃশংসতায়

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : স্বামীর সঙ্গে থাকেন না। বিচ্ছেদ না হলেও স্বামী অন্য জায়গায় থাকেন। এলাকার এক যুবকের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছে। এদিকে, ৯ বছরের ছেলেকে নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে। পরকীয়ায় ‘বাধা’ হয়ে দাঁড়াচ্ছে ছেলে। অভিযোগ, সেই কারণে প্রেমিকের সঙ্গে মিলে নাবালককে খুন করেছেন মহিলা। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার টিটাগড়ে। মহিলার প্রেমিককে আটক করেছে পুলিশ।

টিটাগড়ে এক ভাগাড় থেকে এক নাবালকের দেহ উদ্ধার হয়। এদিকেজানা গেছে , দিন চারেক আগে নালির মাঠ এলাকায় অভিযুক্ত এই মহিলার নাবালক ছেলে নিখোঁজ হয়েছিল বলে । টিটাগড় থানায় নিখোঁজ অভিযোগ দায়ের হয়। এদিন, নাবালকের দেহ উদ্ধারের পর ওই পরিবারকে খবর দেয় পুলিশ। কিন্তু, তারা জানায় যে উদ্ধার হওয়া দেহ তাদের পরিবারের নিখোঁজ নাবালকের নয়। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। মহিলার প্রেমিককে আটক করে জিজ্ঞাসাবাদ করে টিটাগড় থানার পুলিশ। নাবালকের দেহ উদ্ধারের পর স্থানীয় বাসিন্দারা মহিলার বিরুদ্ধে সরব হয়েছেন। নাবালককে খুনের ঘটনায় জড়িতদের ফাঁসির দাবি জানালেন তারা। স্থানীয় এক বাসিন্দা বলেন, ওই মহিলার সঙ্গে যে যুবকের সম্পর্ক ছিল, সেই যুবকের পরিবার মহিলাকে হুমকি দিয়েছিল। তারাও এই খুনে জড়িত কি না, সেই প্রশ্ন উঠছে। এদিকে, নাবালকের নিখোঁজ হওয়ার দিনের একটি সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। সেই ফুটেজে দেখা গেছে, ওই নাবালক দুই মহিলার সঙ্গে রাস্তা দিয়ে হেঁটে চলেছে। দুই মহিলা যে তার পরিচিত, তা বোঝা যাচ্ছে। কারণ, নাবালক কিছুটা এগিয়ে গিয়ে থেমে যায়। দুই মহিলা তার কাছে আসার পর আবার হাঁটতে শুরু করে। এই দুই মহিলা কারা, তাও খতিয়ে দেখে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *