ফের ট্রেন দুর্ঘটনা আসামে, রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু ৮টি হাতির, লাইনচ্যুত ৫টি কামরা
আসামে রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হল ৮টি হাতির, লাইনচ্যুত হল ৫টি কামরা। ওই আটটি হাতি কিভাবে মারা গেল এটা নিয়ে এদিন অনুসন্ধান করতে নামে বনদপ্তর। এই নিয়ে বিস্তর অভিযোগ আছে স্থানীয় মানুষের , স্থানীয় মানুষের অভিযোগ অনেকদিন ধরেই এই ঘটনা ঘটে চলেছে অথচ কেউ কোন পদক্ষেপ নেয়নি। এদিন ওই কামরাগুলি লাইনচ্যুত হবার পরে ওই লাইনের ট্রেনে যোগাযোগ এবং ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। মানুষ রেললাইনের উপর উঠে অভিযোগ জানাতে থাকেন। পরে ছুটে আসেন আরপিএফ জাওয়ানরা, অবশেষে তারা পরিস্থিতির সামাল দেন।


