ফের ভয়াবহ ধস নামলো এন এইচ ১০ এ, রাস্তা বন্ধ হয়ে যাওয়ার কারণে সৃষ্টি হল তীব্র যানজট
নিজস্ব সংবাদদাতা : ধস এর কারনে রাস্তা বন্ধ হয়ে তীব্র যানজট তৈরী হয়েছে এন এইচ ১০এ। এদিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাস্তার উপরে দাঁড়িয়ে থাকে একের পর এক গাড়ি। এমনকি এদিন যাতায়াত পুরোপুরি বন্ধ করে রাখা হয়, নতুন করে যাতে আর কোনো গাড়ি এসে আটকে না পড়ে সেটা দেখবার জন্য নির্দেশ দেওয়া হয়। এদিকে এদিন রাস্তার অবস্থা এতটাই খারাপ পর্যায় চলে যায় যে পথচারীরা হেটেও পর্যন্ত যেতে পারেনি তাদের গন্তব্যে । দুপুরের পর থেকে এদিন আলো জ্বালিয়ে রাখা হয়। উদ্ধারকারী দল এদিন দিনের বেলাতেই আলো জ্বালিয়ে কাজ করে চলে। যানজট এর ফলে সিকিম কালিংপং, সিকিম এবং কার্শি ইয়াং এর মধ্যে যাতায়াত এদিন সম্পূর্ণ বন্ধ হয়ে যায় । এদিকে এদিন সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয় আরো এক সপ্তাহ লেগে যাবে পরিস্থিতি স্বাভাবিক হতে।


