বছরের গৌরবময় যাত্রার ইতি, নাসা থেকে অবসর নিলেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস
নিজস্ব সংবাদদাতা : ভারতীয় বংশোদ্ভূত প্রবীণ মহাকাশচারী সুনীতা উইলিয়ামস নাসা থেকে ইতিমধ্যেই অবসর গ্রহণ করেছেন। ২০২৫ সালের ২৭ ডিসেম্বর তাঁর অবসরের ঘোষণা করা হয়। দীর্ঘ ২৭ বছরের কর্মজীবনে তিনি নাসার অন্যতম অভিজ্ঞ ও সম্মানিত মহাকাশচারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এই সময়কালে মূলত সুনীতা উইলিয়ামস মোট তিনটি মহাকাশ অভিযানে অংশ নেন এবং মহাকাশে কাটিয়েছেন মোট ৬০৮ দিন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে একাধিক গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক গবেষণা ও প্রযুক্তিগত পরীক্ষায় তাঁর অবদান নাসার ইতিহাসে চিরকাল উল্লেখযোগ্য হয়ে থাকবে। নাসার প্রথম সারির মহাকাশচারীদের মধ্যে অন্যতম সুনীতা উইলিয়ামস তাঁর দক্ষতা, নেতৃত্ব এবং নিষ্ঠার মাধ্যমে বিশ্বজুড়ে অগণিত তরুণ-তরুণীকে মহাকাশ গবেষণার স্বপ্ন দেখিয়েছেন। তাঁর অবসর নাসার এক গৌরবময় অধ্যায়ের সমাপ্তি হলেও, মহাকাশ অভিযানে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।


