বন্ধ সমর্থনে রাস্তায় নামলো বিজেপি, প্রতিরোধে সামিল হল তৃণমূল
শিলিগুড়ি: আজ সকাল থেকেই বিজেপির ডাকে শুরু হয়েছে ১২ ঘণ্টার বনধ। সকাল থেকে বিজেপি সমর্থকেরা গোটা শিলিগুড়ি পতাকা নিয়ে প্রদক্ষিণ করছেন। কোথাও কোথাও যদি দোকান খোলা রাখা হয় সেই দোকানগুলি জোর করে বন্ধ করাচ্ছেন তারা। বিজেপি সমর্থকদের এদিন সেবক রোড হিলকার রোড এবং বর্ধমান রোডে পতাকা নিয়ে দেখা যায়। এন বি এস টি সির সরকারি বাস এদিন রাস্তায় চলছিল, তারা সেই বাস থেকে প্যাসেঞ্জারদের নামিয়ে বাস আটকে রাখেন। কোথাও কোথাও বাসের মধ্যে বিজেপির পতাকা লাগিয়ে দেওয়া হয়।
এদিন শিলিগুড়ি বর্ধমান রোডে বিজেপি এবং তৃণমূল সমর্থকদের মধ্যে মন দিয়ে হাতাহাতি শুরু হয়, অবস্থায় আনতে এদিন বিশাল পুলিশ বাহিনী রাস্তায় নেমে আটকে দেয় পথ। শিলিগুড়ির বিধান মার্কেট প্রচুর বিজেপি সমর্থকেরা দোকানদারদের দোকান বন্ধ করতে বলেন। কোথাও কোথাও বিজেপি সমর্থকদের রাস্তা আটকে দিয়ে বন্ধ করতে দেখা গেছে। তার প্রতিরোধ করতে গিয়ে তৃণমূল সমর্থকেরা এদিন প্রতিটি ওয়ার্ডে দোকানদারদের অনুরোধ করেন দোকানখুলে রাখতে। শিলিগুড়ি বিজন মার্কেট এবং হকার্স কর্নারে বিজেপি সমর্থকেরা দোকান বন্ধ করে রাখার নির্দেশ দেন দোকানদার দের। এদিন এনজিপি স্টেশন, টাউন স্টেশন, এবং বাস টার্মিনার্স সংলগ্ন এলাকা জুড়ে বিজেপি সমর্থকেরা বন্দে সমর্থনে ধ্বনি দিতে থাকেন। ১২ ঘণ্টার বন্ধের আগে কোনভাবে কোন মতেই দোকান খোলা যাবে না বলে নির্দেশ দিচ্ছেন তারা। সেদিন বিজেপি মহিলা সমর্থকেরা ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে দোকান বন্ধ রাখার নির্দেশ দেন। তৃণমূল সমর্থকরা এদিন বর্ধমান সেবক রোড এবং হেলকাড রোড রোড জুড়ে কারো কোন সমস্যা হচ্ছে নাকি বল নিয়ে সেটা দেখতে রাস্তা জুড়ে থাকে। যাত্রীদের নিরাপদে আজ সকাল থেকে পৌঁছে দিচ্ছে বিশাল পুলিশ বাহিনী। শিলিগুড়ি প্রায় সব কচি স্পর্শ কথার এলাকা জুড়ে আছে বিশাল পুলিশ বাহিনী। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ জানিয়েছে তৃণমূল কংগ্রেসের অত্যাচারের বিরুদ্ধে এই বন্ধ এবং আপনারা সবাই মিলেই বন্ধ সফল করে তুলুন।